এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কারণ

উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মুখ্যমন্ত্রী, জেনে নিন কারণ

 

প্রকৃতির রুদ্ররুপের কাছে সকলকে মাথানত করতে হয়। ভরা নীল আকাশে সাদা মেঘের ঝলমলে কড়া রোদ্দুর যেমন আমাদের অনেকটা অস্বস্তি বাড়িয়ে দেয়, ঠিক তেমনই কখনও আয়লা, কখনও ফনি, আবার কখনও বা বুলবুল আমাদের আশঙ্কাকে প্রবল পরিমাণে বৃদ্ধি করে। অতীতে অনেক নিম্নচাপ, অনেক দুর্যোগ আমাদের রাজ্যের উপর দিয়ে চলে গেছে।

তবে কমবেশি প্রায় প্রতিটি দুর্যোগের পূর্বাভাস পাওয়া মাত্রই রাজ্যের প্রশাসনের তরফে বাড়তি সতর্কতা নেওয়া হয়। এবারও তার কোনো ব্যতিক্রম ছিল না। শুক্রবার বুলবুলের গতিবিধি দেখার পর শনিবার ছুটি থাকা সত্ত্বেও নবান্নের কন্ট্রোলরুম থেকে গোটা রাজ্যের পরিস্থিতির ওপর নজর রেখেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

তবে ঘূর্ণিঝড় বুলবুলের প্রাথমিক প্রভাব কেটে গিয়েছে বলে গতকালই জানিয়ে দিয়েছিলেন রাজ্যের প্রশাসনিক প্রধান। কিন্তু তা সত্ত্বেও সকলে যাতে সতর্ক থাকেন, তার ব্যাপারে জানিয়ে দিয়েছিলেন তিনি। পাশাপাশি সমস্ত জেলা প্রশাসনকে দুর্গতদের পাশে থাকার আর্জিও জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এমত একটা পরিস্থিতিতে যখন রাজ্যে বুলবুল দীর্ঘশ্বাস ফেলছে, ঠিক তখনই মুখ্যমন্ত্রী তাঁর উত্তরবঙ্গ সফর করবেন কিনা, তা নিয়ে জল্পনা ছড়িয়েছিল। অবশেষে নিজের উত্তরবঙ্গ সফর বাতিল করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, রবিবার সকালে টুইট করে একথা জানিয়ে দিয়েছেন তিনি। তবে উত্তরবঙ্গ সফরে না গেলেও সোমবার নামখানা এবং বকখালিতে গিয়ে দুর্যোগের পরবর্তী পরিস্থিতি তদারকি করবেন বলে জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন টুইটে মুখ্যমন্ত্রী বলেন, “ঘূর্ণিঝড় বুলবুলের দাপটে আগামী সপ্তাহে আমার উত্তরবঙ্গ সফর বাতিল করেছি। তার বদলে সোমবার আমি হেলিকপ্টারে করে নামখানা এবং বকখালি যাব। সেখানকার পরিস্থিতি তদারক করে দেখব। তারপর আমি কাকদ্বীপে একটা প্রশাসনিক বৈঠক করব। সাইক্লোন প্রভাবিত এলাকায় কি ধরনের ত্রাণ এবং পুনর্বাসনের কাজ চলছে। সেই ব্যাপারে আলোচনা করব বুলবুল দুর্গত এলাকার মানুষের সঙ্গে কথা বলব। মঙ্গলবার আমার উত্তর 24 পরগনার বসিরহাটে যাওয়ার পরিকল্পনা রয়েছে।”

বিশ্লেষকরা বলছেন, একদিকে যখন কেন্দ্রের তরফে প্রধানমন্ত্রী থেকে স্বরাষ্ট্রমন্ত্রী এই বুলবুলের ব্যাপারে খোঁজখবর নিতে মুখ্যমন্ত্রীকে ফোন করছেন, তখন মুখ্যমন্ত্রী তাঁর উত্তরবঙ্গ সফর করলে নানা মহলে কথা উঠতে পারত। আর তাইতো সাধারণ মানুষ যাতে কোনো বিপদে না পারেন, তার জন্য প্রশাসনিক প্রধান হিসেবে নিজের সফরসূচী কাটছাঁট করলেন তিনি। যার জেরে উত্তরবঙ্গ সফরের বদলে সেই বুলবুল প্রভাবিত দুর্গত এলাকায় গিয়ে সাধারণ মানুষের পাশে থাকার বার্তা দিয়ে জনগণের পাহারাদার হিসেবে অবতীর্ণ হওয়ার চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!