এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙ্গন! হেভিওয়েট নেতার যোগদান তৃণমূলে!

উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙ্গন! হেভিওয়েট নেতার যোগদান তৃণমূলে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করে ভারতীয় জনতা পার্টি। যার মধ্যে অন্যতম একদা তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট লোকসভা কেন্দ্র। এখানে জয়লাভ করেন বিজেপির সুকান্ত মজুমদার। আর বালুরঘাট লোকসভা কেন্দ্রে বিজেপি দখল করার পর থেকেই তৃণমূলের অনেক হেভিওয়েট নেতা ভারতীয় জনতা পার্টিতে নাম লেখাতে শুরু করেন।

এমনকি তৃণমূলের এই জেলায় অন্যতম প্রতিষ্ঠাতা বিপ্লব মিত্রের মত ব্যক্তিত্বকেও নাম লেখাতে হয় গেরুয়া শিবিরে। তারপর থেকেই জেলায় তৃণমূলের ভাঙ্গন ঘটবে বলে ব্যাপক আশঙ্কা করা হয়েছিল। কিন্তু তেমনভাবে দলবদল হতে দেখা যায়নি। তবে বিজেপির পক্ষ থেকে প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে তৃণমূলের নেতাকর্মীদের নিজেদের দিকে যোগদানের প্রয়াস দেখা দিয়েছিল। আর এবার বিজেপির অস্বস্তি বাড়িয়ে দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভায় বিজেপি থেকে প্রচুর কর্মী যোগদান করলেন তৃণমূল কংগ্রেসে।

সূত্রের খবর, এদিন তপনের দাড়ালহাট উচ্চ বিদ্যালয়ে দ্বীপখন্ডা অঞ্চলের তৃণমূল কংগ্রেসের একটি কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়। সেখানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি তথা সাংসদ অর্পিতা ঘোষ, দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের কার্যকরী সভাপতি তথা বিধায়ক গৌতম দাস, তপনের বিধায়ক তথা মন্ত্রী বাচ্চু হাসদা, জেলা পরিষদের স্বাস্থ্য কর্মদক্ষ আমজাদ মন্ডল সহ অন্যান্যরা। আর সেখানেই অর্পিতা ঘোষ, বাচ্চু হাসদা এবং গৌতম দাসের হাত থেকে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার কর্মীরা তৃণমূলের পতাকা তুলে নেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা গেছে, প্রায় 30 জনের মত বিজেপি কর্মী এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। এক সময়ে এরা তৃণমূল কংগ্রেসের হয়েই কাজ করছিলেন। কিন্তু মাঝে দলের সঙ্গে দূরত্ব তৈরি হওয়ায় তারা ভারতীয় জনতা পার্টিতে যোগ দেন। কিন্তু এবার বিজেপির প্রতি মোহভঙ্গ হয়ে তারা আবার তৃণমূলে যোগ দেওয়ায় দক্ষিণ দিনাজপুর জেলায় বিজেপির শক্তি অনেকটাই বৃদ্ধি পেল বলে মনে করছে রাজনৈতিক মহল।

বিশেষজ্ঞরা বলছেন, সামনেই 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে বিজেপি নানা জায়গায় তৃণমূলের অস্বস্তি বাড়াতে দল ভাঙানোর চেষ্টা করছে। আর এই পরিস্থিতিতে যেভাবে তপনে বিজেপিতে ভাঙ্গন ধরিয়ে তৃণমূলে যোগদান অনুষ্ঠিত হল, তাতে বিজেপি কিছুটা হলেও চাপে পড়ল। কেন তারা তৃণমূলে ফিরে এলেন?

এদিন এই প্রসঙ্গে দলবদলকারীদের বক্তব্য, বিজেপিতে থেকে কাজ করা যাচ্ছে না। তাই আমরা উন্নয়নের স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকতে তৃণমূল কংগ্রেসে যোগ দিলাম। এদিকে নিজেদের মাটি শক্ত করে বিজেপি থেকে ব্যাপক কর্মীকে তৃণমূলে যোগদান করিয়ে দলকে ঐক্যের বার্তা দিয়েছেন জেলা তৃণমূলের সভানেত্রী অর্পিতা ঘোষ।

এদিন তিনি বলেন, “আমাদের দলে একজন নেত্রী। তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নেতৃত্বেই সকলকে কাজ করতে হবে। কর্মীদের মাথায় রাখতে হবে, তারা সকলেই কর্মী। মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জন্য আজ বিজেপি ছেড়ে সকলের তৃণমূলে যোগ দিলেন। আগামী দিনে বিধানসভা নির্বাচনে তৃণমূল ভালো ফল করবে।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!