এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > গতকাল কলকাতায় জনজোয়ারের পর আজ উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন বিজেপির! আটকাতে মরিয়া পুলিশ?

গতকাল কলকাতায় জনজোয়ারের পর আজ উত্তরবঙ্গে শক্তি প্রদর্শন বিজেপির! আটকাতে মরিয়া পুলিশ?


 

রাজ্যে তারা গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিটিং, মিছিল করলেও, তাদেরকে তা করতে দেওয়া হয় না বলে দীর্ঘদিন ধরেই অভিযোগ জানিয়ে আসছে ভারতীয় জনতা পার্টি। তবে সম্প্রতি নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে তৃণমূল কংগ্রেস বিরোধিতা করে পথে নামলেও, তার স্বপক্ষে পাল্টা পথে নামতে উদ্যোগী বিজেপি। তবে তৃণমূল অনুমতি পেলেও, কেন তাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে না! তা নিয়ে ইতিমধ্যেই সরব হয়েছে গেরুয়া শিবির।

বস্তুত, গতকাল সোমবার নাগরিকত্ব সংশোধনী আইনের স্বপক্ষে কলকাতায় মহামিছিল করেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে উপস্থিত ছিলেন সর্বভারতীয় বিজেপির কার্যকরী সভাপতি জগৎপ্রকাশ নাড্ডা সহ বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। আর এই মিছিল এযাবৎকালে তৃণমূলের মিছিলকেও হার মানিয়ে দিয়েছে বলে মত রাজনৈতিক পর্যবেক্ষকদের। কেননা মিছিলে যে পরিমাণ মানুষ লক্ষ্য করা গেছে, তা নিঃসন্দেহে বিজেপিকে বাড়তি অক্সিজেন পাইয়ে দেওয়ার মত বলে মনে করছে একাংশ।

আর গতকাল কলকাতার পর আজ মঙ্গলবার উত্তরবঙ্গের শিলিগুড়িতে নাগরিকত্ব সংশোধনী আইনের পক্ষে মিছিল করতে চলেছে গেরুয়া শিবির। যে মিছিলকে ঘিরে উত্তরবঙ্গের ধুন্দুমার পরিস্থিতি হতে পারে বলে আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কারণ ইতিমধ্যেই বিজেপির মিছিলের জন্য অনুমতি চাওয়া হলেও, কোনো অনুমতি দেয়নি প্রশাসন।

যার ফলে তৈরি হয়েছে জটিলতা। তবে বিজেপি নেতৃত্বের তরফ থেকে প্রথম থেকেই জানিয়ে দেওয়া হয়েছে, তারা তাদের কর্মসূচি চালিয়ে যাবে। ফলে এক্ষেত্রে যদি কোনো অশান্তির ঘটনা ঘটে, তাহলে তার দায় প্রশাসনের। জানা গেছে, “অভিনন্দন যাত্রা” নামে বিজেপির এই কর্মসূচিতে উপস্থিত থাকবেন শিবপ্রকাশ, দেবেন্দ্র ফড়নবিশ অরবিন্দ মেনন, রাহুল সিনহা, দিলীপ ঘোষের মত রাজ্য এবং কেন্দ্রীয় স্তরের শীর্ষ নেতারা।

ইতিমধ্যেই শিলিগুড়িতে এই মিছিলের জোর প্রস্তুতি পর্ব শুরু করে দিয়েছেন বিজেপি নেতা কর্মীরা। গোটা শিলিগুড়ি শহর ছেয়ে গিয়েছে বিজেপির পতাকায়। তবে এত পর্যন্ত সব ঠিকঠাক থাকলেও, পুলিশ উত্তরবঙ্গে বিজেপির এই অভিনন্দন যাত্রায় কোনোরূপ অনুমতি না দেওয়ায় তৈরি হয়েছে জটিলতা। কর্মব্যস্ততার দিনে যদি বিজেপির মিছিলে কোনো অশান্তির ঘটনা ঘটে, তাহলে শেষ পর্যন্ত তার দায় কে নেবে! তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলছেন, শাসক দল তৃণমূল কংগ্রেস কর্মব্যস্ততার দিনে মিটিং মিছিল করলেও, তাদের অনুমতি দিতে কুণ্ঠাবোধ করে না প্রশাসন। কিন্তু বিরোধী বলেই কি বিজেপির এই মিছিলে বাধা! এদিন এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সাধারণ সম্পাদক রথীন্দ্রনাথ বোস বলেন, “সিএএ নিয়ে অস্থিরতা তৈরি করছে তৃণমূল। আমরা তাই আইনের কথা মানুষকে জানাতে কর্মসূচি নিয়েছি। তবে আমরা আমাদের কর্মসূচি বন্ধ করব না। পুলিশ কেন অনুমতি দেবে না!

সোমবার শহরে গৌতম দেব, ফরওয়ার্ড ব্লক, কংগ্রেস মিছিল করে। আমরা কালকে কোর্টে যাব। যারা আগুন লাগাচ্ছে, সরকারি সম্পত্তি ভাঙছে, তাদের কিছু করা হবে না, আর আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে আইনের পক্ষে কর্মসূচির অনুমতি পাব না। এটা কেমন কথা! আমরা মিছিল করব। আইন-শৃংখলার অবনতি হলে তার দায় পুলিশের। আমরা কোনো অশান্তি করি না।” তাহলে কি সত্যিই পুলিশের তরফে বিজেপির মিছিলে অনুমতি দেওয়া হবে না!

এদিন এই ব্যাপারে শিলিগুড়ি পুলিশ কমিশনারকে ফোন করা হলেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি। বিশ্লেষকরা বলছেন, যদি পুলিশ বিজেপির মিছিলে শেষ পর্যন্ত অনুমতি না দেয়, তাহলে প্রশাসনকে বিপাকে পড়তে হবে। কেননা যদি কোনো অশান্তি হয়, তাহলে বিজেপি প্রশাসনের দিকে অভিযোগের আঙুল তুলে বলবে, পুলিশ অনুমতি না দেওয়াতেই এই ঘটনা ঘটেছে। ফলে সেদিক থেকে গোটা পরিস্থিতি কোন দিকে মোড় নেয়! সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!