এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের ভোট আরও সুরক্ষিত করতে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মোদি-শাহ? সামনে নতুন জল্পনা

উত্তরবঙ্গের ভোট আরও সুরক্ষিত করতে মাস্টারস্ট্রোক দিতে চলেছেন মোদি-শাহ? সামনে নতুন জল্পনা


গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বিজেপি ব্যাপক সমর্থন পেয়েছিল। আটটি আসনের মধ্যে সাতটি আসন ভারতীয় জনতা পার্টির ঝুলিতে চলে যায়। অস্বস্তি বাড়ে শাসক শিবিরের। আর লোকসভায় বিজেপি দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ মিলিয়ে মোট 18 টি আসন দখল করার পরেই তারা টার্গেট করে ফেলে বাংলার মসনদকে।

সাংগঠনিক বিস্তৃতি বৃদ্ধির পাশাপাশি কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে অস্বস্তিতে ফেলা যায়, তার ব্যাপারে সব সময় রণকৌশল চালাচ্ছে গেরুয়া শিবির। সম্প্রতি রাজ্যের সংগঠন ব্যাপক পরিবর্তন এনেছে ভারতীয় জনতা পার্টি। যেখানে তৃণমূল থেকে বিজেপিতে আসা হেভিওয়েট নেতাদের গুরুত্বপূর্ণ পদে বসানো হয়েছে। তবে বাংলা থেকে বিজেপি 18 টি আসন পেলেও দুইজনকে কেন্দ্রীয় মন্ত্রী করা হয়েছে।

এমতাবস্থায় সামনের বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে উত্তরবঙ্গের ভোটব্যাংককে আরও শক্তিশালী করতে এবার নয়া পদক্ষেপ নিতে পারেন নরেন্দ্র মোদি এবং অমিত শাহ বলে রাজনৈতিক মহলে ব্যাপক জল্পনা ছড়িয়ে পড়েছে। সংগঠন শক্তিশালীর পাশাপাশি এবার কেন্দ্রীয় মন্ত্রিসভায় উত্তরবঙ্গ থেকে আনা হতে পারে কোচবিহারের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিককে‌ বলে খবর।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, এবার বিজেপির পক্ষ থেকে বাংলায় 18 টি আসন দখল করার পরেও অনেকেই আশা করেছিলেন, বাংলার একাধিক সাংসদকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় নিয়ে যাওয়া হবে। কিন্তু সেদিক থেকে আসানসোল থেকে যদি বাবুল সুপ্রিয় এবং রায়গঞ্জ থেকে দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। তারপর বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে কড়া ভাষায় আক্রমণ করা হয়েছিল।

কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন রয়েছে। তাই এই পরিস্থিতিতে বাংলার সংগঠনকে শক্তিশালী করতে একদিকে যেমন সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে, ঠিক তেমনই মানুষের মন পেতে উত্তরবঙ্গের তরুণ সাংসদ নিশীথ প্রামাণিককে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ঠাঁই দেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। আর যদি এমনটা হয়, তাহলে উত্তরবঙ্গে মানুষের সমর্থন আরও বেশি করে পাবে গেরুয়া শিবির বলে দাবি রাজনৈতিক মহলের।

কেননা নিশীথ প্রামাণিক অত্যন্ত দাপুটে ব্যক্তি। কোচবিহার জেলায় তার বিস্তৃতি কম নেই। তিনি উত্তরবঙ্গের রাজবংশী সম্প্রদায়ের প্রতিনিধিও বটে। তাই সেদিক থেকে আগামী বিধানসভা নির্বাচনে রাজবংশী সম্প্রদায়ের ভোট বিজেপির দিকে আনার জন্য কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে এই রূপ সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মত একাংশের।

আর যদি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ এই সিদ্ধান্ত নিয়ে ফেলেন, তাহলে উত্তরবঙ্গে বিজেপিকে আর পিছনের দিকে ফিরে তাকাতে হবে না বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, উত্তরবঙ্গ থেকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় বিজেপির কোন সাংসদ জায়গা পান, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!