এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের ঘরছাড়া তৃণমূল কর্মীদের নতুন আশ্রয় বিভিন্ন লজ বা হোটেল!

উত্তরবঙ্গের ঘরছাড়া তৃণমূল কর্মীদের নতুন আশ্রয় বিভিন্ন লজ বা হোটেল!

গত পঞ্চায়েত নির্বাচনের সময় থেকেই বিভিন্ন রাজনৈতিক সংঘর্ষে উত্তপ্ত হতে দেখা গিয়েছিল কোচবিহারকে। তৃণমূলের তীব্র গোষ্ঠীদ্বন্দ্বে নিজেদের ঘরে ফসল তুলেছিল গেরুয়া শিবির। সেই থেকেই তৃণমূলের অনেক কর্মী বাড়িছাড়া ছিলেন। তবে লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোচবিহার জেলার যুব তৃনমূলের অনেক সদস্য তৃণমূল থেকেই গেরুয়া আবীর মেখে তৃণমূলের অনেক কর্মী সমর্থকদের ওপর অত্যাচার চালান বলে অভিযোগ উঠে।

আর তারপর থেকেই তৃণমূল কর্মীরা ঘরছাড়া হয়ে দলে দলে জেলার বিভিন্ন হোটেল এবং লজে আশ্রয় নিয়ে রয়েছেন। চামটা, নগরগিরিধারী সহ বিভিন্ন গ্রামে তৃণমূল কর্মীদের ঘরছাড়া হওয়ার তালিকা দিনকে দিন বৃদ্ধি হচ্ছে। মাঝেমধ্যে এই হোটেলে থাকা কর্মীদের খোঁজ নেন স্থানীয় তৃণমূল বিধায়ক জগদীশচন্দ্র বর্মা বসুনিয়া। সেইভাবে আর তেমন কোনো নেতাকে কর্মীদের পাশে থাকতে দেখা যায় না। কিন্তু কেন এইভাবে তাদের ঘরছাড়া হতে হল!

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে ঘরছাড়া জহিদুল মিঞা ও আমিনুল মিঞারা বলেন, “বিজেপির স্থানীয় নেতারা আমাদের উপর কোনো হামলা করেনি। আমাদের দলের কিছু কর্মী লোকসভা ভোটের ফলাফল ঘুরে যেতেই গেরুয়া আবীর মেখে আমাদের বাড়িঘর ভাঙচুর করেছে। আর তাদের অত্যাচারেই আজ আমাদের ঘরছাড়া অবস্থায় থাকতে হচ্ছে।”

এদিকে এই প্রসঙ্গে সিতাইয়ের চামটার তৃণমূলের কার্যকরী সভাপতি মহম্মদ বিন তুঘলক বলেন, “তৃণমূল যুবর একাংশ ফল বেরোতেই শিবির বদল করে এই হামলা চালিয়েছে। পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না। বাধ্য হয়ে আতঙ্কে কর্মীরা বিভিন্ন জায়গায় আশ্রয় নিয়েছে।” তবে গোটা ঘটনায় তারা আক্রান্তদের পাশে রয়েছেন বলে জানিয়ে দিয়েছেন কোচবিহার জেলার যুব তৃনমূলের সভাপতি তথা তৃণমূলের কার্যকরী সভাপতি পার্থপ্রতিম রায়।

এদিকে তৃণমূল কর্মীদের ঘরছাড়া হওয়ার ব্যাপারে পাল্টা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বকেই দায়ী করেছেন কোচবিহার জেলা বিজেপির সভাপতি মালতি রাভা। তিনি বলেন, “এটা তৃণমূলের নিজেদের গোষ্ঠীদ্বন্দ্বের ব্যাপার। আমরা কাউকে ঘরছাড়া করিনি।” সব মিলিয়ে এবার ভোটের ফলাফল প্রকাশ হতেই এবং বিজেপির দিকে রায় যেতেই যুব তৃনমূলের একাংশের অত্যাচারে এখন ঘরছাড়া কোচবিহার জেলা তৃণমূলের অনেক কর্মী সমর্থকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!