উড়ালপুলের জন্য কাটা পড়ল ১৫০ এর বেশি গাছ, প্রতিবাদে উত্তাল উত্তরবঙ্গ উত্তরবঙ্গ রাজ্য July 19, 2018 উড়ালপুল নির্মাণের জন্যে শতাধিক বৃক্ষছেদন। বুধবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১২ ঘন্টা উত্তরবঙ্গের লাটাগুড়িতে ৩১সি জাতীয় সড়কের উড়ালপুল নির্মাণের জন্যে ঐ সড়কের দুধারের বৃক্ষচ্ছেদন হলো। এর জন্যে ঐ সময়ে সংশ্লিষ্ট রাস্তার যান চলাচল বন্ধ রাখা হয়। প্রশাসনের আশ্বাস পেয়ে এদিন স্থানীয় ব্যবসায়ীরা তাঁদের প্রস্তাবিত অবস্থান বিক্ষোভ কর্মসূচী মূলতুবি রাখেন। তবে এলাকার পরিবেশপ্রেমীরা এদিনও মুখে কালো কাপড় বেঁধে নীরব প্রতিবাদ জারী রাখেন। উল্লেখ্য , ব্লক প্রশাসন সূত্রে জানা গিয়েছে, গত দু’দিনে মোট ১৬৪টি গাছ কাটা হয়েছে। ৬ মাস আগেও অনেক বৃক্ষচ্ছেদন হয়। সব মিলিয়ে এখনও পর্যন্ত মোট ৪৬৪টি গাছ কাটা হয়েছে। এই প্রসঙ্গে নেওড়া ব্যবসায়ী সমিতির সদস্য বিরাজ চন্দ বললেন, ” মহকুমা শাসক আমাদের মার্কেট কমপ্লেক্স করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন। তাই আমরা অবস্থান বিক্ষোভ তুলে নিয়ে প্রশাসনকে বিনাবাধায় কাজ করতে দিয়েছি। ” অন্যদিকে মালের বিডিও ভূষণ শেরপা বললেন, “লাটাগুড়িতে আগামী দিনে আমরা মার্কেট কমপ্লেক্স করব। সেখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পুনর্বাসন দেওয়া হবে। ” পূর্তদপ্তরের (এনএইচ বিভাগ) কার্যনির্বাহী বাস্তুকার কল্যাণ রায় উড়ালপুল নির্মাণ সংক্রান্ত কথা জানিয়ে বললেন, ” গাছ কাটা শেষ হয়েছে। দু’দিনে মোট ১৬৪টি গাছ কাটা হয়েছে। বৃহস্পতিবার থেকে ওই রাস্তা দিয়ে যান চলাচল স্বাভাবিক হবে।” উল্লেখ্য আগামী আগস্ট মাস থেকে উড়ালপুল নির্মাণের কাজ শুরু করা হবে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে ——————————————————————————————- এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে। আপনার মতামত জানান -