এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানাতে ময়দানে ভীম আর্মি, শুরু প্রস্তুতি

উত্তরপ্রদেশ নির্বাচনে বিজেপিকে কড়া চ্যালেঞ্জ জানাতে ময়দানে ভীম আর্মি, শুরু প্রস্তুতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আর কিছু দিনের মধ্যেই শুরু হতে চলেছে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন। কার্যত এই নির্বাচন নিয়ে টানটান লড়াই শুরু হয়ে গিয়েছে। 24 এর লোকসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরের কাছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন কার্যত অনেক বড় চ্যালেঞ্জ। কথায় আছে, উত্তরপ্রদেশ যে দখল করবে, লোকসভা ভোটে দিল্লির মসনদ সেই দখল করে। তাই উত্তরপ্রদেশ ছিনিয়ে নেওয়ার লড়াইয়ে নেমেছে সবাই। তবে প্রত্যেকটি দলই ‘একলা চলো’ নীতির মুখাপেক্ষী। কয়েকদিন আগে সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের পক্ষ থেকে ঘোষণা করা হয়েছিল তিনি কোনো বড় দলের সঙ্গে জোটে যাবেননা, গেলেও ছোট দলগুলোর সঙ্গে তিনি জোট করবেন।

বহুজন সমাজবাদী পার্টির মায়াবতী জানিয়ে দিয়েছেন তিনি একলা লড়াই করবেন, কংগ্রেসও সেই পথেরই পথিক। অন্যদিকে উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচনে প্রার্থী দেওয়া নিয়ে বড়োসড়ো ঘোষণা এবার ভীম আর্মির চন্দ্রশেখর আজাদের। তিনি জানিয়েছেন, দলিতদের অধিকার রক্ষার লড়াইয়ে তাঁরা উত্তরপ্রদেশের নির্বাচনে অংশ নেবেন। এবং 403 টি আসনেই তাঁরা প্রার্থী দেবেন। তবে চন্দ্রশেখর আজাদ নিজে জানিয়েছেন, তিনি কোনো নির্বাচনে প্রার্থী হবেন না। কারণ মুখ্যমন্ত্রী হওয়ার কোনো ইচ্ছা নেই আজাদের। তাঁর দাবি, উত্তরপ্রদেশ নির্বাচনে ভীম আর্মির একমাত্র লক্ষ্য দলিতদের ক্ষমতায়ন এবং তাঁদের অধিকার রক্ষা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে চন্দ্রশেখর আজাদ জানিয়েছেন, বিজেপিকে সরানোর উদ্দেশ্যে তিনি যে কোন দলের সঙ্গে জোট করতে পারেন। কার্যত একা যে বিজেপিকে উৎখাত করা সম্ভব নয়, সেকথা ভালই বুঝেছেন তিনি। পাশাপাশি তিনি যেকোন দলের সঙ্গেই জোটে যেতে পারেন বলে বার্তা দিয়েছেন। কিন্তু জোট হলেও আসন নিয়ে তিনি যে যথেষ্ট আগ্রাসী ভূমিকা গ্রহণ করবেন তা বুঝিয়ে দিয়েছেন। অন্যদিকে এদিন উত্তরপ্রদেশ বিজেপির উপমুখ্যমন্ত্রী কে পি মৌর্য স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন, আগামী বিধানসভা নির্বাচনে তাঁরা যোগী আদিত্যনাথকে মুখ্যমন্ত্রীর মুখ রেখেই লড়াইয়ে নামতে চলেছে।

একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও যোগীর নেতৃত্বে ইউপিতে ভাল কাজ হয়েছে বলে জানিয়েছেন উপমুখ্যমন্ত্রী। পাশাপাশি করোনা সংক্রমণকেও যোগীর নেতৃত্বে উত্তরপ্রদেশে আটকানো গিয়েছে। সবমিলিয়ে বোঝাই যাচ্ছে, উত্তরপ্রদেশের লড়াই জমজমাট। তবে গেরুয়া শিবিরকে সরাতে গেলে বিরোধীদের এক ছাতার তলায় আসার দিকেই ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। তা না হলে যোগী আদিত্যনাথ যে আগামী দিনে উত্তরপ্রদেশের শাসনভার নিজের হাতে তুলে নেবেন সে কথা নিশ্চিতভাবে বলা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!