এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তর ২৪ পরগনায় বড়োসড়ো ভাঙ্গনের মুখে তৃণমূল, দল ছাড়তে চলেছেন একাধিক হেভিওয়েট

উত্তর ২৪ পরগনায় বড়োসড়ো ভাঙ্গনের মুখে তৃণমূল, দল ছাড়তে চলেছেন একাধিক হেভিওয়েট


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনের কিছুটা পূর্ব থেকেই রাজ্যের শাসক দল তৃণমূলে ভাঙ্গনের গান শুরু হয়েছিল, নির্বাচনের প্রার্থী তালিকা ঘোষণার পর সেই ভাঙ্গন তীব্র আকার ধারণ করেছে। রাজ্যের উত্তর থেকে দক্ষিনে প্রতিদিন ভাঙ্গন দেখা দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূলে। দল ছাড়তে শুরু করেছেন একাধিক হেভিওয়েট। গত সোমবার তৃণমূলের ৫ জন হেভিওয়েট বিধায়ক তৃণমূল ছেড়ে যোগদান করলেন বিজেপিতে। আবার, মালদা জেলা পরিষদ তৃণমূলের হাতছাড়া হওয়ার মুখে। এবার তৃণমূল ছাড়তে চলেছেন উত্তর ২৪ পরগনার পানিহাটির একাধিক হেভিওয়েট। তাই পানিহাটিতে বড়সড় ভাঙ্গনের মুখে রাজ্যের শাসক দল তৃণমূল।

জানা যাচ্ছে, তৃণমূল পরিচালিত পানিহাটি পুরসভার বেশকিছু বিদায়ী কাউন্সিলর এবার তৃণমূল ছাড়তে চলেছেন। গতকালই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। যাদের মধ্যে আছেন কৌশিক চট্টোপাধ্যায়, বিউটি অধিকারী সহ একাধিক বিদায়ী তৃণমূল কাউন্সিলর। কৌশিক চট্টোপাধ্যায় অভিযোগ করেছেন যে, পানিহাটি বিধানসভা আসনের তৃণমূল প্রার্থী নির্মল ঘোষ ও তাঁর পরিবারের সদস্যরা দলের একাধিক গুরুত্বপূর্ণ পদে রয়েছেন। তাঁরাই দলের সর্বেসর্বা, কিন্তু কৌশিক বাবুর মত বহু তৃণমূল নেতা নেত্রী হয়েছেন উপেক্ষার পাত্র।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের একাধিক কর্মসূচিতে ডাকা হয় না তাঁদের। তাই এবারে তাঁরা তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। আজই তাঁরা তৃণমূল ছেড়ে দিতে পারেন বলে, জানা যাচ্ছে। আজ একাধিক বিদায়ী কাউন্সিলর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করতে পারেন। বিজেপি সূত্রে জানা যাচ্ছে, আজ বিকেলেই হেস্টিংসে বিজেপির কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে তাঁরা বিজেপিতে যোগদান করবেন। ফলে বড়সড় ধাক্কা খেতে চলেছে তৃণমূল। তবে, রাজ্যের শাসক দল তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, তাঁরা দল ছেড়ে গেলেও, এতে কোন সমস্যা হবেনা তৃণমূলের।

অন্যদিকে তৃণমূলের নতুন কমিটি গঠনের পর দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন আরামবাগের তৃণমূল বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা। আগামী বিধানসভা নির্বাচনে তাঁকে প্রার্থী না করে, আরামবাগে প্রার্থী করা হয়েছে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর স্ত্রী সুজাতা মন্ডল খাঁকে। তবে এখনো আরামবাগে প্রচারে আসতে দেখা যায়নি সুজাতা মন্ডল খাঁকে। এবার, তাঁর হয়ে প্রচারে নামলেন কৃষ্ণ চন্দ্র সাঁতরা।

বিদায়ী বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা জানালেন যে, এবার মুখ্যমন্ত্রী তাঁকে আর্শীবাদ করেননি, তাই তিনি টিকিট পান নি। তবে, প্রার্থী না করা হলেও, দলের প্রতি সমস্ত ক্ষোভ ভুলে, এবার সুজাতা মন্ডল খাঁকে জয়ী করবার দায়িত্ব নিলেন তিনি। এ প্রসঙ্গে কৃষ্ণ বাবু আরও জানালেন, কে টিকিট পেয়েছেন? সেটা বড় কথা নয়, দলটাই হলো বড় কথা। প্রার্থী হয়তো ব্যস্ত আছেন বলেই তিনি প্রচার আসতে পারেন নি।

পূর্বে দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেও তিনি দলের পাশে দাঁড়ানোয় তাঁর প্রশংসা করলেন তৃণমূলের জেলা সভাপতি দিলীপ যাদব। এ প্রসঙ্গে তিনি জানালেন, দল কাকে প্রার্থী করেছে? সেটা বড় ব্যাপার নয়। মন দিয়ে দল করলে, আগামী দিনে সবাই তাঁকে সম্মান করবেন।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!