এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভা ভোট অতীত! বিধানসভায় তৃণমূল উত্তরবঙ্গে পাবে বিপুল আসন? পিকের অঙ্কেই হবে বাজিমাত?

লোকসভা ভোট অতীত! বিধানসভায় তৃণমূল উত্তরবঙ্গে পাবে বিপুল আসন? পিকের অঙ্কেই হবে বাজিমাত?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের তৃণমূলের ফলাফল খুব একটা ভালো হয়নি। আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করে নিয়েছে ভারতীয় জনতা পার্টি। আর এর পরেই উত্তরবঙ্গের সংগঠনকে পুনরুদ্ধার করতে চেষ্টা শুরু করে দেন তৃণমূল কংগ্রেস। লোকসভা নির্বাচনের পর বিভিন্ন জেলায় সংগঠনের পরিবর্তন আনতে শুরু করে শাসকদল।

যেখানে প্রশান্ত কিশোরের পরিকল্পনামাফিক উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সংগঠনকে চাঙ্গা করার জন্য নেতৃত্বে বদল আনা হয়। কিন্তু তার পরেও উত্তরবঙ্গের সংগঠন পুনরুদ্ধার করা সম্ভব হচ্ছে না। তাই এই পরিস্থিতিতে আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে বিপুল আসন যাতে তৃণমূলের দখলে আসে, তার জন্য চেষ্টা শুরু করে দিলেন প্রশান্ত কিশোর।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গের মোট বিধানসভা আসন রয়েছে 54 টি। গত 2016 সালের সেখান থেকে তৃণমূল 16 টি আসন দখল করেছিল। যেখানে তৃণমূলের পক্ষে বেশ কিছু আসন থাকলেও বাকি 43 টি আসনে বিজেপি নির্ণায়ক শক্তি হয়ে উঠেছিল। ইতিমধ্যেই প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে সংগঠনকে পুনরুদ্ধার করার চেষ্টা করছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যাতে গোষ্ঠীদ্বন্দ্ব না হয় তার জন্য সকলকে একসাথে চলার বার্তা দিচ্ছেন। একাংশ বলছেন, বিজেপির পক্ষ থেকে উত্তরবঙ্গের দিকে বাড়তি নজর দেওয়া হয়েছে। কেননা লোকসভা নির্বাচনে তারা এখানে ব্যাপক সাফল্য পেয়েছে। তাই লোকসভার মত যাতে বিধানসভাতে সাফল্য আসে, তার জন্য গেরুয়া শিবির চেষ্টা করছে। স্বাভাবিকভাবেই প্রশান্ত কিশোর এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই বিজেপির হাওয়াতে ফিকে করতে উদ্যত হয়ে উঠেছেন।

জানা গেছে, ইতিমধ্যেই প্রশান্ত কিশোর কতগুলো আসন উত্তরবঙ্গ থেকে দখল করতে হবে, তার ব্লু প্রিন্ট তৈরি করে ফেলেছেন। উত্তরবঙ্গ সফরে গিয়ে বিভিন্ন জেলার নেতাদের সেই বার্তা দিয়েছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেসের এখন মূল টার্গেট সবকটি আসন উত্তরবঙ্গে দখল করা। এখন প্রশান্ত কিশরোর এই টার্গেট কতটা সফলতা লাভ করে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!