এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > জাল ক্রমশ গোটাচ্ছে! উত্তরবঙ্গের জেলা দিয়ে গরুর চোরাচালান আটকাতে এবার CBI নজরে এনামুল গ্যাং

জাল ক্রমশ গোটাচ্ছে! উত্তরবঙ্গের জেলা দিয়ে গরুর চোরাচালান আটকাতে এবার CBI নজরে এনামুল গ্যাং


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের গরু পাচারকারীদের দৌরাত্ম্য রয়েছে। নানা সময়ে তা সমস্যায় ফেলেছে প্রশাসনকে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে লরি করে গরু বোঝাই করে এনে উত্তরবঙ্গের কোচবিহার থেকে শুরু করে শিলিগুড়ি, উত্তর দিনাজপুর থেকে শুরু করে মালদহ, বিভিন্ন এলাকার সীমান্ত দিয়ে তা বাংলাদেশে পাচার করা হয়। যেখানে বর্ষার মরসুমে নদীর জলে ভাসিয়ে গরু পাচার করা হলে শীতের মৌসুমে ঘন কুয়াশাকে কাজে লাগিয়ে এই গরু পাচার করা হয় বলে খবর।

আর এই চক্রের পেছনে এনামুল নামে এক ব্যক্তির ব্যাপক আধিপত্য রয়েছে বলে সম্প্রতি গোয়েন্দাদের নজরে এসেছে। আর যার পরেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এই গরু পাচার চক্রের বিরুদ্ধে অভিযান চালাতে শুরু করেছে। তদন্তকারীদের বক্তব্য, উত্তরবঙ্গের বিভিন্ন প্রান্ত দিয়ে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে যে গরু পাচারের অভিযোগ উঠতে শুরু করেছে, তার পেছনে এই এনামুলের গ্যাং জড়িত রয়েছে। ইতিমধ্যেই সিবিআই এই ব্যাপারে খোঁজখবর নিতে শুরু করেছে। যার ফলে এখন ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ছে।

তবে পাচারকারীদের আটকাতে সিবিআইয়ের পক্ষ থেকে তৎপরতা গ্রহণ করা হলেও, এই ব্যাপারে বিএসএফের কাছে কোনো খবর নেই বলেই জানা যাচ্ছে। এদিন এই প্রসঙ্গে বিএসএফের শিলিগুড়ি সেক্টরের ডিআইজি রাজিব রঞ্জন শর্মা বলেন, “আমাদের সঙ্গে সিবিআই কোনোরকম যোগাযোগ করেনি। এখানে সিবিআইয়ের অভিযান নিয়ে আমাদের কাছে কোনো খবর নেই।” পাল্টা বিএসএফের পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্তে জওয়ানরা অনেকটাই সতর্ক।

তাই গরু পাচার সহ চোরাচালানকারীদের বিরুদ্ধে অনেকটাই সাফল্য পাওয়া গেছে। বিশেষজ্ঞদের মতে, মুর্শিদাবাদে জঙ্গী সন্দেহে যেভাবে বেশ কিছু ব্যক্তিকে গ্রেপ্তার করা হল এবং তারপর গরু পাচারকারীর বিষয়টি নিয়ে যেভাবে গোটা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সন্দেহের আঁচ তৈরি হয়েছে তদন্তকারী সংস্থার মনে, তাতে নতুন করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। বর্তমানে এই গোটা গরু পাচারকারী ব্যবস্থার সঙ্গে উত্তরবঙ্গে এনামুলের নাম সবথেকে বেশি জড়িয়ে পড়তে দেখা যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই একাংশ বলছেন, এই এনামুল পাচার ব্যবস্থায় গোটা উত্তরবঙ্গে তার আধিপত্য এতদিন ধরে ভালোই বিস্তার করেছে। যার প্রভাব দিনকে দিন বৃদ্ধি হতে দেখা যাচ্ছিল। তবে এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে এই ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতেই উত্তরবঙ্গ জুড়ে বিস্তৃত গরু পাচারের সম্রাট এনামুলের সাম্রাজ্য কি ধীরে ধীরে পতনের মুখে! এখন সেই প্রশ্নই উঠতে শুরু করেছে নানা মহলে।

প্রসঙ্গত উল্লেখ্য, উত্তরবঙ্গে বিএসএফ ফ্রন্টিয়ারের সংখ্যা তিনটি। যার মধ্যে উত্তরবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার পরিমাণ প্রায় একানব্বই কিলোমিটার। আর এই এলাকাতেই শিলিগুড়ি থেকে শুরু করে জলপাইগুড়ি, রায়গঞ্জ থেকে শুরু করে বিহারের কিষানগঞ্জ রয়েছে। অন্যদিকে গুয়াহাটি ফ্রন্টিয়ারের অধীনে রয়েছে বিএসএফের কোচবিহার সেক্টর। বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যার পরিমাণ প্রায় 171 কিলোমিটার। আর বিএসএফের মালদহ সেক্টর রয়েছে দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের অধীনে। যা বাংলাদেশ সীমান্তে রয়েছে প্রায় 329 কিমি।

তবে কোচবিহার ও মালদার সীমান্তে জলপথ থাকলেও, এখানে কোনো কাঁটাতারের বেড়া নেই। যার ফলে পাচারকারীদের সুবিধা অনেকটাই বৃদ্ধি পেয়েছে। তবে এই পরিস্থিতিতে বিএসএফের পাশাপাশি এবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা বাড়তি ভাবে নজর দিতেই এনামুলের মত গরু পাচারকারী সম্রাটের দাপট অনেকটাই কমতে শুরু করবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!