এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের ঘুটি প্রায় সাজিয়ে ফেলেছে বিজেপি, এখনো আতান্তরে তৃণমূল, বাড়ছে কর্মদের মধ্যে ক্ষোভ!

উত্তরবঙ্গের ঘুটি প্রায় সাজিয়ে ফেলেছে বিজেপি, এখনো আতান্তরে তৃণমূল, বাড়ছে কর্মদের মধ্যে ক্ষোভ!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অত্যন্ত ভালো ফল করেছিল ভারতীয় জনতা পার্টি। আটটি আসনের মধ্যে সাতটি আসন দখল করেছে তারা। আর তারপর থেকেই উত্তরবঙ্গের সংগঠনকে চাঙ্গা করতে ময়দানে নেমে পড়েছে গেরুয়া শিবির। ইতিমধ্যেই শিলিগুড়ি বিধানসভা কেন্দ্রভিত্তিক নির্বাচন পরিচালনা কমিটি গঠনে উদ্যোগী হয়েছে তারা। জানা গেছে, বিজেপির পক্ষ থেকে তিনটি কেন্দ্রে কনভেনর নিয়োগ করা হয়েছে।

তবে বিজেপি বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে সংগঠন সাজাতে শুরু করলেও তৃণমূলের পক্ষ থেকে এখনও পর্যন্ত সেরকম কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। যার ফলে শাসকদলের অন্দরমহলে তৈরি হয়েছে প্রশ্ন। যখন বিজেপির প্রভাব দিন দিন বাড়ছে, তখন তৃণমূল কেন সংগঠনকে চাঙ্গা করে চুপ করে বসে রয়েছে, তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন।

জানা গেছে, শিলিগুড়ি মহকুমায় 13 টি বিধানসভা কেন্দ্র রয়েছে। ইতিমধ্যেই মাটিগাড়া বিধানসভা কেন্দ্রে কনভেনার হিসেবে অংশু রায় এবং কো কনভেনার প্রদীপ সাহাকে বসিয়ে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। অন্যদিকে ফাঁসিদেওয়াতে কনভেনার হিসেবে উত্তম সিংহ এবং কো কনভেনার হিসেবে দীনদয়াল সিংহকে নিয়োগ করেছে গেরুয়া শিবির। একইভাবে শিলিগুড়ি এবং ডাবগ্রাম বিধানসভা কেন্দ্রে কনভেনার হিসেবে নিয়োগ করা হয়েছে শুভঙ্কর সাহা চৌধুরী এবং প্রসেনজিৎ পালকে।

একাংশ বলছেন, বিজেপি কার্যত পাখির চোখ করে নিয়েছে আগামী বিধানসভা নির্বাচনকে। তাই এখন থেকেই সংগঠনকে সাজানোর জন্য কনভেনার নিয়োগের মধ্যে দিয়ে তারা সেখানকার পরিস্থিতিকে আরও চাঙ্গা করতে চাইছে। অর্থাৎ যেনতেন প্রকারেন তৃণমূলকে কুপোকাত করে আগামী বিধানসভা নির্বাচনের শিলিগুড়িতে ভালো ফল করাই এখন বিজেপির কাছে প্রধান চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে এখন থেকেই সংগঠনকে চাঙ্গা করতে তারা এইরকম নিয়োগ পদ্ধতি শুরু করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

তবে তৃণমূল কংগ্রেস গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে ভালো ফল না করলেও, কেন এখনও পর্যন্ত তারা সেখানকার সংগঠনকে চাঙ্গা করতে উদ্যত হচ্ছে না, তা নিয়ে দলের অন্দরে উঠতে শুরু করেছে প্রশ্ন। অনেকেরই অভিযোগ, বর্তমানে শিলিগুড়িতে জেলা কমিটি গঠন হয়নি। একই ভাবে টাউন এবং ব্লক কমিটি গঠন করাও সম্ভব হয়নি। যার ফলে অনেকেই নিষ্ক্রিয় অবস্থায় রয়েছেন।

সেভাবে সংগঠনের উন্নতি করা সম্ভব হচ্ছে না। সামনে যখন নির্বাচনকে পাখির করে বিজেপি নিজেদের সংগঠন সাজাতে শুরু করেছে, কেন তখন তৃণমূল ময়দানে নামছে না, তা নিয়ে নানা মহলে তৈরি হচ্ছে প্রশ্ন। এভাবেই যদি চলতে থাকে, তাহলে কিভাবে বিধানসভা নির্বাচনে বিজেপিকে কুপোকাত করে তৃণমূল কংগ্রেস ভালো ফল করবে, তা নিয়ে যথেষ্ট সংশয় তৈরি হয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের মধ্যে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে শিলিগুড়ি সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক আনন্দময় বর্মন বলেন, “এবার বিধানসভা নির্বাচন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। এই লড়াইয়ে সর্বশক্তি দিয়ে ঝাপানো হবে। তাই সময় নষ্ট না করে ভোটের প্রস্তুতি শুরু করা হয়েছে।” তবে তারা কেন এভাবে বসে রয়েছে? কেন তাদের সাংগঠনিক কাজকর্ম হচ্ছে না? এদিন এই প্রসঙ্গে দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি বলেন, “দলের কমিটি গঠনের বিষয়ে যা বলার রাজ্য কমিটি বলবে। শীঘ্রই জেলা কমিটি গঠিত হবে বলে আশা করছি। তবে এখন পুরনো কমিটি দলের কাজ পরিচালনা করছে। এতে কোনো ক্ষোভ নেই।”

কিন্তু কেন এখনও পর্যন্ত নতুন কমিটি গঠন হল না এবং কেন জোরকদমে বিজেপিকে আক্রমণ করতে বা কুপোকাত করতে তৃণমূলের পক্ষ থেকে সেভাবে শিলিগুড়িতে কোনো রকম রাজনৈতিক কর্মসূচি গ্রহণ করতে দেখা যাচ্ছে না! তা নিয়ে দলের অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছে‌। সব মিলিয়ে বিজেপি যেভাবে শিলিগুড়িতে সংগঠনকে চাঙ্গা করতে শুরু করেছে, তাতে তৃণমূল আদৌ সেই বিজেপিকে পাল্লা দিয়ে এগিয়ে যেতে পারবে কিনা, এখন সেটাই দেখার বিষয় রাজনৈতিক মহলের কাছে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!