এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে মমতার সভায় বড়সড় পরিবর্তন! বাড়ছে জল্পনা!

উত্তরবঙ্গে মমতার সভায় বড়সড় পরিবর্তন! বাড়ছে জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কথা ছিল, আগামী 10 ফেব্রুয়ারি উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরের মধ্যবর্তী ফতেপুরে জনসভা করবেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করেই সেই সভাস্থল পরিবর্তন হয়ে গেল। বিশেষ সূত্র মারফত খবর, দিন এবং সময় ঠিক থাকলেও, ফতেপুরের বদলে মমতা বন্দ্যোপাধ্যায় এই সভা করবেন রায়গঞ্জ স্টেডিয়ামে।

স্বাভাবিকভাবেই তৃণমূল নেত্রীর এই সভার জায়গা বদল নিয়ে এখন রীতিমত জল্পনা তৈরি হয়েছে নানা মহলে। অনেকেই বলতে শুরু করেছেন, তৃণমূলের গোষ্ঠী কোন্দলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজেই বুঝে উঠতে পারছেন না, কোথায় সভা করলে ভালো ফল দেবে। তাই শেষ পর্যন্ত সভার স্থান পরিবর্তন করতে হচ্ছে।কিন্তু হঠাৎ করে কেন এইভাবে সবার জায়গা পরিবর্তন করতে হল?

শাসক দলের একাংশের দাবি, উত্তর দিনাজপুর জেলার প্রান্তিক এলাকা হিসেবেই পরিচিত কালিয়াগঞ্জ। সেখানে যদি সভা করেন মমতা বন্দ্যোপাধ্যায়, তাহলে চোপড়া, ইসলামপুর এবং গোয়ালপোখরের মত এলাকা থেকে কর্মীদের আসার ক্ষেত্রে অনেকটাই সমস্যা হবে। তাই শেষ পর্যন্ত সভার জায়গা পরিবর্তন করা হয়েছে। ইতিমধ্যেই সভার জায়গা বদলের খবর প্রকাশ্যে আসার সাথে সাথেই প্রস্তুতি শুরু করে দিয়েছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে তৃণমূলের পক্ষ থেকে এই সভার জায়গা পরিবর্তন করা নিয়ে যে কথাই বলা হোক না কেন, গোটা বিষয়টি নিয়ে গুঞ্জন ক্রমশ বাড়তে শুরু করেছে। এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি কানাইলাল আগরওয়াল বলেন, “প্রথম থেকেই দুটি জায়গা নিয়ে আলোচনা চলছিল। রাজ্য প্রশাসনের নির্দেশে সভাস্থল বদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।” যদিও বা বিজেপির পক্ষ থেকে এই ব্যাপারে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে তৃণমূল কংগ্রেসকে।

এদিন এই প্রসঙ্গে উত্তর দিনাজপুর জেলা বিজেপির সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী বলেন, “কালিয়াগঞ্জে তৃণমূলের গোষ্ঠী কোন্দল এমন জায়গায় পৌঁছেছে যে, মুখ্যমন্ত্রীর সভায় লোক না হওয়ার আশঙ্কা রয়েছে। সেই কারণে রায়গঞ্জে সভার স্থানান্তরিত করা হল।” স্বাভাবিক ভাবেই এই গোটা ঘটনাকে কেন্দ্র করে রীতিমত গুঞ্জন এবং জল্পনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে।

তবে স্বাভাবিক নিয়মেই যে এই সভার স্থান পরিবর্তন করা হয়েছে, তা বারবার নিজেদের কথার মধ্যে দিয়ে তুলে ধরতে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের পক্ষ থেকে যে কথাই বলা হোক না কেন, হঠাৎ করেই সভার জায়গা পরিবর্তন যে খুব একটা সহজ সমীকরণ নয়, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ। সব মিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের রায়গঞ্জ স্টেডিয়ামে সভা স্থানান্তর শেষ পর্যন্ত সেই সভাকে কতটা সফল করে তোলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!