এখন পড়ছেন
হোম > রাজনীতি > বামফ্রন্ট > উত্তর থেকে দক্ষিণ- বামেদের ডাকা বনধের ছাপ সর্বত্র, পুলিশও তৎপর

উত্তর থেকে দক্ষিণ- বামেদের ডাকা বনধের ছাপ সর্বত্র, পুলিশও তৎপর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ছিল বাম যুব সংগঠনের ডাকা নবান্ন ঘেরাও অভিযান। আর সেই অভিযানে নজিরবিহীনভাবে পুলিশি অত্যাচারের প্রতিবাদে আজ 12 ঘন্টার বাংলা বনধের ডাক দিয়েছে বাম যুব কর্মী সংগঠন। যথারীতি এই বনধ ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে। দীর্ঘদিন পর আবার বামেরা রাজনৈতিক স্পটলাইটে। খুব স্বাভাবিকভাবেই একুশের বিধানসভা নির্বাচনের আগে এই ঘটনা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে বনধের প্রভাব একদম সকালে না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে কিন্তু বামেদের কর্মী-সমর্থকরা নেমে পড়েছেন রাস্তায়। ধর্মঘট সফল করতে তাঁরা মরিয়া।

শিয়ালদা এবং হাওড়া শাখার বিভিন্ন জায়গায় শুরু হয়েছে ট্রেন অবরোধ। যাদবপুরে রেল অবরোধ করছেন বাম কর্মী সমর্থকরা। শিয়ালদা মেন লাইনে কাঁচরাপাড়া স্টেশনে রেল লাইনে অবরোধ শুরু হয়েছে। পাশাপাশি হুগলীর উত্তরপাড়ায় পুলিশকে অভিনব প্রতিবাদ জানিয়েছে বামেরা। সকাল থেকে উত্তরবঙ্গের কোন বেসরকারি বাস চলছেনা বলে জানা গেছে। উত্তর থেকে দক্ষিণে ডাকা বামেদের বনধের প্রভাব পড়েছে একাধিক জায়গায়। উত্তর 24 পরগনার পাশাপাশি ক্যানিং, হাওড়া, হুগলি সহ একাধিক জায়গায় বেরিয়েছে বামেদের মিছিল। অন্যদিকে এই বনধকে সমর্থন জানিয়েছে কংগ্রেস এবং আব্বাস সিদ্দিকী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দুই 24 পরগনায় বামেদের ডাকা বন্ধের ভালোই প্রভাব পড়েছে বলে জানা যাচ্ছে। একদিকে যেমন সোদপুর বারাসাত রোড অবরোধ করেছে বাম কর্মীরা, সেরকমই দক্ষিণ বারাসাতেও  অবরোধ চালাচ্ছে বামেরা। কাঁচরাপাড়া থেকে শুরু করে ক্যানিং, সোনারপুরে রেললাইনে বসে বাম কর্মী সমর্থকরা অবরোধ শুরু করেন। পাশাপাশি যাদবপুর ষ্টেশনে লাইনে কলাপাতা ফেলে দিয়ে রেল অবরোধ করা হয়। বামেদের পক্ষ থেকে কাজের দিনে রেল অবরোধ করায় খুব স্বাভাবিকভাবেই নিত্যযাত্রীরা পড়েছেন সমস্যায়। বামেদের ডাকা বনধের কারণে উত্তরবঙ্গে সকাল থেকেই বাস বন্ধ রয়েছে। তবে জানা গেছে, উত্তরবঙ্গে দীর্ঘক্ষণ অবরোধের পর রেল চলাচল শুরু হয়েছে।

কিন্তু বাস চলছেনা। সব মিলিয়ে বোঝা যাচ্ছে, দীর্ঘদিন পর বামেদের ডাকা বনধের প্রভাব বেশ ভালোই পড়েছে রাজ্যজুড়ে। অন্যদিকে রাজ্য প্রশাসন বামেদের ডাকা বনধ অসফল করতে মরিয়া। জনজীবন সচল রাখতে সবরকম চেষ্টা চালাচ্ছে প্রশাসন। জায়গায় জায়গায় পুলিশ নিয়োগ করা হয়েছে। অন্যদিকে আজ শুক্রবার থেকে স্কুল খুলছে। এই পরিস্থিতিতে বামেদের ডাকা বনধ আজকে কতটা সফল হল, তা জানতে 12 ঘন্টা পূর্ণ হওয়ার অপেক্ষা করতে হবে।

 

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!