এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের প্রভাবশালী যুব নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে, পৃথক ঘটনায় বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ

উত্তরবঙ্গের প্রভাবশালী যুব নেতা বিজেপি ছেড়ে তৃণমূলে, পৃথক ঘটনায় বিজেপি নেতাকে হেনস্থার অভিযোগ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একদা বাম রাজনীতির বিপ্রতীপে দাঁড়িয়ে, বাম বিরোধী দাপুটে নেত্রী রূপে পশ্চিমবঙ্গের রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্থান ঘটেছিল। কিন্তু সম্প্রতি মুখ্যমন্ত্রীর রাজনৈতিক প্রতিপক্ষ বামের পরিবর্তে বিজেপি। গত, ২০১৯ এর লোকসভা নির্বাচনে বিজেপির চমকপ্রদ অভ্যুত্থানের পর, বিরোধী দল বিজেপির সঙ্গে শাসক দল তৃণমূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীতা ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে। শাসক দল তৃণমূল সর্বদাই বিজেপির ঘর ভেঙে, বিজেপি সদস্যদের তৃণমূল ভুক্ত করার প্রয়াস চালাচ্ছে। রাজ্যের বিভিন্ন স্থানে এই চিত্র চোখে পড়ছে, তবে এর বিপরীত চিত্র কখনো দেখা যাচ্ছে, যখন তৃণমূলের সদস্যরা যোগদান করছেন বিজেপিতে।

কোচবিহার জেলায় বেশ কিছুদিন আগেই বিজেপির বেশ কিছু নেতা কর্মী বিজেপি ছেড়ে যোগ দিয়েছিলেন তৃণমূল কংগ্রেসে। সম্প্রতি বিজেপির বেশ কিছু যুব নেতাকর্মী যোগদান করলেন শাসকদল তৃণমূলে। গতকাল মঙ্গলবার কোচবিহারের ২০ নম্বর মণ্ডলের যুব মোর্চার সভাপতি অনিমেষ বর্মন বিজেপি ত্যাগ করে তৃণমূলে যোগদান করলেন।এই সদ্য প্রাক্তন যুব বিজেপি নেতার হাতে তৃণমূল দলের পতাকা তুলে দিলেন কোচবিহার তৃণমূল জেলা সভাপতি পার্থপ্রতিম রায়। গতকাল কোচবিহার জেলা তৃণমূল পাটি অফিসে দলবদল এর এই অনুষ্ঠান চললো।

প্রসঙ্গত পার্থপ্রতিম রায় তৃণমূলের জেলা সভাপতির দায়িত্বভার গ্রহণের পর থেকেই বিজেপি ও বিজেপির যুব মোর্চা থেকে বেশ কিছু নেতাকর্মী তৃণমূলে যোগদান করেছেন। গতকালও তার ব্যতিক্রম দেখা গেল না। গতকাল বিজেপি যুব নেতা অনিমেষ বর্মনের সঙ্গে সঙ্গে তাঁর কয়েকজন অনুগামীও তৃণমূলে দলে যোগ দিয়েছেন বলে তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে।

গতকালের এই দলবদল সম্পর্কে কোচবিহার জেলা তৃনমূল সভাপতি পার্থপ্রতিম রায় জানালেন, ” আমরা ইতিপূর্বে বেশ কয়েকজন বিজেপি নেতাকে আমাদের দলে শামিল করিয়েছি। এদিনও যুব মোর্চার এক সভাপতিকে দলে যোগদান করানো হয়। আগামী দিনে আরও অনেকে আসবেন।” অন্যদিকে গতকাল বিজেপি ত্যাগ করে সদ্য তৃণমূলে আসা বিজেপির প্রাক্তন যুবনেতা অনিমেষ বর্মন জানালেন, ” মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে তৃণমূলে যোগ দিলাম।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে গতকাল এই যুবনেতার বিজেপি দল ত্যাগ করে তৃণমূল দলে যোগদানের ব্যাপারটিকে তেমন গুরুত্ব দিতে নারাজ জেলা বিজেপি নেতৃত্ব। এ প্রসঙ্গে কোচবিহার জেলা বিজেপির যুব মোর্চা সভাপতি বিজয় সাহা জানিয়েছেন যে, যুবনেতা অনিমেষ বর্মন বহুদিন পূর্বেই দলের সংগঠনের সঙ্গে সম্পর্ক ত্যাগ করেছিলেন, তাই তিনি দলত্যাগ করাতে বিজেপির কোন সাংগঠনিক ক্ষতি হয় নি।

অন্যদিকে সম্প্রতি মালদহ জেলার মানিকচক এর নাজিরপুর গ্রাম পঞ্চায়েত প্রধান সুজয় গোস্বামীর উপর তৃণমূল নেতার হেনস্থার অভিযোগ শোনা গেল। বিজেপি পরিচালিত নাজিরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান সুজয় গোস্বামী এ নিয়ে গত সোমবার রাতে থানায় মালদহ জেলার অপর এক গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কর্মাধ্যক্ষ রাজকুমার মণ্ডলের বিরুদ্ধে হেনস্থার অভিযোগ থানায় দায়ের করলেন। এর পাল্টা হিসেবে গতকাল তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও মিথ্যা অভিযোগ জানিয়ে তাঁকে হেনস্তার চেষ্টা করা হয়েছে বলে থানায় অভিযোগ দায়ের জানালেন তৃণমূল কর্মাধ্যক্ষ রাজকুমার মণ্ডল।

পুলিশের পক্ষ থেকে জানানো হলো সুজয় গোস্বামী ও রাজকুমার মণ্ডল – দুজনের অভিযোগই খতিয়ে দেখযে পুলিশ। এ প্রসঙ্গে মালদহ জেলা পরিষদের তৃণমূলী সভাধিপতি গৌড়চন্দ্র মণ্ডল বলেছেন, ” ১০০ দিনের কাজ সাধারণ মানুষ না পাওয়ায় বিজেপি শাসিত পঞ্চায়েত প্রধানের স্বামীর কাছে ক্ষোভ প্রকাশ করেছিলেন ওই তৃণমূল নেতা। তাই মিথ্যা অভিযোগ করেছে বিজেপি।”

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!