এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে করোনা আতঙ্ক মেটাতে তৃণমূল মন্ত্রী এবং বাম বিধায়কের বৈঠক!

উত্তরবঙ্গে করোনা আতঙ্ক মেটাতে তৃণমূল মন্ত্রী এবং বাম বিধায়কের বৈঠক!

করোনা ভাইরাসে সম্প্রতি উত্তরবঙ্গে এক মহিলার মৃত্যু হয়েছে। যার পরেই নানা মহলে দাবি উঠতে শুরু করেছে যে, উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থার দিকে নজর দিক প্রশাসন। আর করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে উত্তরবঙ্গে এক মহিলার মৃত্যুর পরেই রীতিমতো তৎপরতা শুরু হয় প্রশাসনের অন্দরে। এবার একই দিনে শাসক এবং বিরোধী দলের দুই জনপ্রতিনিধি করোনাকে আটকাতে বৈঠক করলেন। সূত্রের খবর, মঙ্গলবার করোনা পরিস্থিতি মোকাবিলায় শিলিগুড়ি পৌরসভায় ইন্ডিয়ান মেডিকেল অ্যাসোসিয়েশনের সঙ্গে বৈঠক করলেন পৌরসভার মেয়র অশোক ভট্টাচার্য।

যেখানে চিকিৎসকদের উদ্দেশ্যে বেশ কিছু পরামর্শ দেন এই হেভিওয়েট বাম নেতা। বৈঠকের পর তিনি বলেন, “আমি চিকিৎসকদের বলেছি তারা যাতে ক্লিনিক বন্ধ না করেন। সিংহভাগ ক্লিনিক যেহেতু সংকীর্ণ, তাই যথাসম্ভব ভিড় এড়িয়ে চলা উচিত। তারা জানিয়েছেন, চিকিৎসা পরিষেবা অক্ষুণ্ন থাকবে। ভিড় যাতে না হয়, সেটা দেখা হচ্ছে।” এদিকে এদিন উত্তরবঙ্গ মেডিকেল কলেজের পরিষেবার উন্নতি ঘটাতে একটি বৈঠক করেন রাজ্যের পর্যটন মন্ত্রী গৌতম দেব। যেখানে উপস্থিত ছিলেন, মেডিকেল কলেজের সুপার কৌশিক সমাজদার, অধ্যক্ষ প্রবীর কুমার দেব, ডিন সন্দীপ সেনগুপ্ত সহ সিনিয়র, জুনিয়র ডাক্তার এবং নার্সেরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যেখানে পৃথক পৃথকভাবে যাতে সকলকে অত্যন্ত সচেতনভাবে রাখা যায়, তার জন্য নির্দেশ দেন গৌতম দেব। তিনি বলেন, “ট্রমা কেয়ার সেন্টারে তিনটি আলাদা শ্রেণি অনুযায়ী রোগীকে রাখা, দুই তিনটি কোভিড-19 ইউনিট করা হচ্ছে।” আর শাসক দল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং বামফ্রন্টের পক্ষ থেকে যখন সচেতনতা গ্রহণ করা হচ্ছে, ঠিক তখনই পিছিয়ে নেই ভারতীয় জনতা পার্টিও। জানা গেছে, এদিন শিলিগুড়ি জেলা বিজেপির সাংগঠনিক কমিটির পক্ষ থেকে বিভিন্ন জায়গায় মাস্ক বিতরণ করা হয়। সব মিলিয়ে সাধারণের এই সংকটে রং না দেখে এগিয়ে আসছেন শাসক-বিরোধী সকলেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!