এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা !শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কি অবস্থা ?জেনে নিন পূর্বাভাস

উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা !শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের কি অবস্থা ?জেনে নিন পূর্বাভাস


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-   ইতিমধ্যে রাজ্যে প্রবেশ করেছে বর্ষা তবে দক্ষিণবঙ্গে এখনো পর্যন্ত সে ভাবে মষুলধারে বৃষ্টিপাত হয়নি । কোনো কনো অঞ্চলে মাঝারী বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে যদিও কিছুদিন থেকেই  দক্ষিণবঙ্গে আকাশে দেখা মিলেছে ঘন কালো মেঘের সঙ্গে কিছু জায়গায় হালকা ঝড়ো হাওয়াতে খানিকটা রেহাই মিলছে ভ্যাপসা গরমের হাত থেকে যার ফলে দক্ষিণবঙ্গের ঐ সমস্ত জেলার তাপমাত্রা কিছুটা হলেও কমেছে ।এদিকে ভরা বর্ষায় প্রবল বৃষ্টি চলছে উত্তরবঙ্গের জেলাগুলিতে কিন্তু দক্ষিণবঙ্গে মৌসুমী বায়ুর দুর্বলতার কারণে বৃষ্টিপাত হচ্ছেনা বলে জানা যাচ্ছে হাওয়া অফিস সূত্রে । এই মুহূর্তে দক্ষিণবঙ্গে ঝেঁপে বৃষ্টি বা একটানা বৃষ্টির পূর্বাভাস দিতে পারছে আবহাওয়া দফতর যার একমাত্র প্রধান কারণ দুর্বল মৌসুমী বায়ু ।

যদিও আজ শুক্রবার দক্ষিণবঙ্গের সব জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই সঙ্গে দক্ষিণের কোনো কো্নো জেলায় বজ্রবিদ্যুত্‍-সহ বৃষ্টি হতে পারে বলে মনে করছেন হাওয়া অফিসের আধিকারীকরা। এর পাশাপাশি শহর কলকাতায় আজ বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এমনটা জানা যাচ্ছে। আবার এদিকে উত্তরবঙ্গে ফের ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে ।যদিও এর আগে  প্রবল বৃষ্টির জেরে উত্তরবঙ্গের একাধিক জেলায় জলমগ্ন পরিস্থিতি তৈরি হলেও আবারো বৃষ্টি বাড়ার পূর্বাভাস পাওয়া গেল উত্তরবঙ্গের জন্য । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের বৃষ্টিপাত কেমন হয় সেদিকে নজর থাকবে সকলের ।

 

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!