এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > লোকসভায় উত্তরবঙ্গে ধুয়েমুছে সাফ হয়েছিল তৃণমূল, বিধানসভায় কি হবে? বড়সড় ইঙ্গিত হেভিওয়েট MP এর

লোকসভায় উত্তরবঙ্গে ধুয়েমুছে সাফ হয়েছিল তৃণমূল, বিধানসভায় কি হবে? বড়সড় ইঙ্গিত হেভিওয়েট MP এর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উত্তরবঙ্গ নিয়ে বরাবরই চাপে থাকে শাসক শিবির। 2019 এর লোকসভা নির্বাচনের পর দেখা গিয়েছিল, উত্তরবঙ্গ থেকে রীতিমতো ধুয়ে মুছে সাফ হয়ে গেছে বাংলার শাসক দল তৃণমূল। অন্যদিকে 2019 এর লোকসভা নির্বাচনের শুরু থেকেই এ রাজ্যের বিরোধী দল তথা বিজেপি রাজ্যে তাঁদের জোর বাড়ায়। এবংনির্বাচনের ফলাফলেই তা প্রকাশ পায়। দেখা যায়, উত্তরবঙ্গে গেরুয়া শিবির তাঁদের আসন সংখ্যা বাড়িয়েছে। আর এবার সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন।

এই মুহূর্তে বাংলার রাজনৈতিক মহলে সাজো সাজো রব। খুব স্বাভাবিক ভাবেই 2019 এর লোকসভা নির্বাচনের পরে গেরুয়া শিবিরের আত্মবিশ্বাস তুঙ্গে। আর সেই আত্মবিশ্বাসের ওপর ভর দিয়েই আগামী দিনে উত্তরবঙ্গের ভোটের ফলাফল কি হবে সে সম্পর্কে আগাম জানিয়ে দিলেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ। আগামী দিনে তৃণমূল যে উত্তরবঙ্গে একটিও শাসন পাবেনা সে কথা জোর দিয়ে বলে দিলেন উত্তরবঙ্গের বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক।

তাঁর কথায় উত্তরবঙ্গের মানুষ শাসক দল তৃণমূলের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তার কারণ উত্তরবঙ্গবাসীরা বরাবরই বঞ্চনা পেয়েছে শাসকদলের কাছে বলে দাবী করেন তিনি। এ প্রসঙ্গে নিশীথ প্রামাণিক আরও জানান, উত্তরবঙ্গে হাসপাতালের কথা বলা হলেও মমতা বন্দ্যোপাধ্যায় সেই হাসপাতাল উত্তরবঙ্গে না করে করেন দক্ষিণবঙ্গে। অন্যদিকে উত্তরবঙ্গের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে এদিন ক্ষোভ প্রকাশ করেন সাংসদ। তাঁর কথায় উত্তরবঙ্গে যে ক’টি হাসপাতাল আছে সবই সুপার স্পেশালিটি। যেখানে চিকিৎসা ব্যবস্থা যথেষ্ট ব্যয়বহুল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে গেরুয়া শিবিরের অন্যান্য নেতাদের মতোই নিশীথ প্রামাণিকও এদিন রাজ্যের শিক্ষা থেকে শুরু করে প্রশাসন এবং আইন কানুন ব্যবস্থা ভেঙে পড়া নিয়ে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন। অন্যদিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘এক দেশ এক রেশন’ এর যুক্তিতে এদিন নিশীথ প্রামাণিক উত্তরবঙ্গের চাষীদের দুর্দশার কথা তুলে ধরেন। পাল্টা উত্তরবঙ্গবাসীরা যে চরম দুর্দশার সম্মুখীন হয়েছেন সে কথাও বলেন তিনি। 2021 এর রাজ্যের মসনদ দখলের লড়াই যতই এগিয়ে আসছে, ততোই গেরুয়া শিবির তাঁদের আক্রমণের ধার বাড়াচ্ছে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ।

অন্যদিকে বিশেষজ্ঞদের মতে, দক্ষিণবঙ্গে যতটা ঘাসফুল শিবিরের প্রাবল্য লক্ষ্য করা যায়, উত্তরবঙ্গে ঘাসফুল শিবিরের পরিস্থিতি পুরোপুরি উল্টো। আর তারই ফায়দা তোলার চেষ্টায় এই মুহূর্তে সমস্ত রাজনৈতিক দল। তবে সে দিক থেকে গেরুয়া শিবির কিছুটা এগিয়ে আছে বলে মনে করা হচ্ছে।  এদিন বিজেপি সাংসদ নিশীথ প্রামাণিক যেভাবে আগামী দিনে উত্তরবঙ্গের নির্বাচিত আসন পাওয়া নিয়ে দৃঢ় মন্তব্য করলেন তাতে মনে করা হচ্ছে রাজ্যের শাসক শিবিরকে প্রকারান্তরে চাপে রাখার চেষ্টা।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!