এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের হারানো জমি ফিরে পেতে মলয় ঘটককে বিশেষ দায়িত্ব মমতার, আজ থেকেই আসরে নামছেন মন্ত্রী

উত্তরবঙ্গের হারানো জমি ফিরে পেতে মলয় ঘটককে বিশেষ দায়িত্ব মমতার, আজ থেকেই আসরে নামছেন মন্ত্রী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের পর থেকেই উত্তরবঙ্গ ক্রমশ হাতছাড়া হয়ে যায় তৃণমূলের। সে জায়গায় ঘাঁটি গড়ে গেরুয়া শিবির। আর তাই বিধানসভা নির্বাচনের প্রাক্কালে তৃণমূল মরিয়া উত্তরবঙ্গের বুকে আবারও জয়পতাকা ওড়াতে। সেই সূত্রে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাছা-বাছা নেতাকে উত্তরবঙ্গের দায়িত্ব দিচ্ছেন। আজ বুধবার সেরকমই একজন নেতা শিলিগুড়িতে তৃণমূল শ্রমিক সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসছেন। এই বৈঠক ঘিরে ইতিমধ্যে উত্তেজনার পারদ চড়ছে। বুধবার চা শ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে শিলিগুড়িতে শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল চা শ্রমিক সংগঠনের নেতারা।

সূত্রের খবর, ভোটের আগে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির কথা চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। যথারীতি রাজ্য সরকার যদি এই পদক্ষেপ গ্রহণ করে, তাহলে উত্তরবঙ্গের গেরুয়া শিবির কিন্তু একটু কোণঠাসা হয়ে পড়বে। আর তাই বিজেপি নেতারাও চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আজ আলিপুরদুয়ারে মিছিল করবে বলে জানা গিয়েছে। গেরুয়া শিবিরের দাবি, এই কর্মসূচি বহু আগে থেকেই ঠিক করা ছিল। রাজ্য বিধানসভা নির্বাচনের আগে চা শ্রমিকদের ভোট উত্তরবঙ্গের নির্বাচনে জয়ের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর সেক্ষেত্রে শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবীর দিকে রাজ্য সরকার এবার নজর দিতে পারে বলে মনে করা হচ্ছে।

কিন্তু জানা যাচ্ছে, উত্তরবঙ্গের চা শ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণের জন্য 2015 সালে রাজ্য সরকারের কমিটির সিংহভাগ সদস্য ছিল ট্রেড ইউনিয়নের। কিন্তু ষোলটি বৈঠকের পরেও চা শ্রমিকদের ন্যূনতম মজুরি কত হবে তা এখনো ঠিক হয়নি। আর সে কারণেই শ্রমিকদের মজুরি বাড়ানোর জন্য শ্রমমন্ত্রীর সামনে তৃণমূলের চা শ্রমিক সংগঠনের নেতারা বৈঠকে বসতে চলেছে। প্রসঙ্গত গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের চা শ্রমিকদের ভোট কিন্তু গেরুয়া শিবিরের দিকেই গিয়েছিল। অন্যদিকে উত্তরবঙ্গের রাজনৈতিক মহলের দাবি, বর্তমান পরিস্থিতির দিকে নজর রেখে তৃণমূল কিন্তু যেকোনো সময় বিধানসভা ভোটের আগে চা শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধি করতে পারে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফলে খুব স্বাভাবিকভাবেই গেরুয়া শিবির উত্তরবঙ্গের চা শ্রমিকদের কাছে সেভাবে আর গুরুত্ব পাবেনা। আর সেই আশঙ্কা থেকেই আজ শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে আলিপুরদুয়ারে বিজেপির মিছিল হবে বলে মনে করা হচ্ছে। এই মিছিল থেকে জেলাশাসককে ডেপুটেশনও দেওয়া হবে বলে খবর। অন্যদিকে তৃণমূলের আলিপুরদুয়ার জেলা সভাপতি মৃদুল গোস্বামী জানিয়েছেন, রাজ্য সরকারের যে 30 জন প্রতিনিধি নিয়ে মিনিমাম ওয়েজ কমিটি তৈরি হয়েছে, সেই কমিটিতে বিজেপি, সিপিএম এবং কংগ্রেস ও বিরোধী দলের সদস্যরাও আছেন। কিন্তু তা সত্ত্বেও শ্রমিকদের ন্যূনতম মজুরি এখনো পর্যন্ত ঠিক হয়নি। তাই রাজ্যের কাছেই শ্রমিকদের অন্তর্বর্তীকালীন মজুরি বৃদ্ধির দাবি জানানো হচ্ছে।

পাশাপাশি তিনি এও বলেন, নিজেদের ব্যর্থতা ঢাকতেই বিজেপি এখন মিটিং মিছিল করে চা শ্রমিকদের নিজেদের দিকে টানতে চাইছে। অন্যদিকে বিজেপির জেলা সাধারণ সম্পাদক সুমন কাঞ্জিলাল জানান, আলিপুরদুয়ারে তাঁদের কর্মসূচি আগে থেকেই ঠিক করা ছিল। সবমিলিয়ে বিধানসভা নির্বাচনের আগে উত্তরবঙ্গের চা শ্রমিকদের পাশে পেতে মরিয়া রাজ্যের যুযুধান দুই শিবির তৃণমূল এবং বিজেপি। দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও তৃণমূল নেত্রী মাটি শক্ত করতে চাইছেন আর তারই প্রথম ধাপ হিসেবে উত্তরবঙ্গের চা শ্রমিকদের মজুরী বৃদ্ধি করে বার্তা দেওয়ার চেষ্টা এবং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বার্তাকে পৌঁছে দেওয়ার জন্য দায়িত্ব নিয়েছেন শ্রমমন্ত্রী মলয় ঘটক।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!