এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তরবঙ্গ নাম নিয়েই আপত্তি অভিষেকের, কি বললেন এই হেভিওয়েট!

উত্তরবঙ্গ নাম নিয়েই আপত্তি অভিষেকের, কি বললেন এই হেভিওয়েট!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বেশ কিছুদিন ধরেই উত্তরবঙ্গের বিজেপির জনপ্রতিনিধিরা পৃথক রাজ্যের দাবি করতে শুরু করেছেন। আর এই পরিস্থিতিতে সম্প্রতি উত্তরবঙ্গে সভা করতে গিয়ে আলাদা রাজ্য হবে না বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার কলকাতায় একুশে জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখতে সেন্ট্রাল পার্কে এসে আরও একবার উত্তরবঙ্গ যে পশ্চিমবঙ্গের অংশ, তা স্পষ্ট করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারন সম্পাদক। যেখানে উত্তরবঙ্গকে কোনোভাবেই ভাগ করতে দেওয়া হবে না বলে জানিয়ে দিলেন তিনি।

সূত্রের খবর, এদিন এই ব্যাপারে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এই তৃণমূল নেতা বলেন, “আমার এই উত্তরবঙ্গ নাম নিয়েই আপত্তি রয়েছে। আমি উত্তরবঙ্গে যাইনি, আমি বাংলায় গিয়েছিলাম। উত্তরবঙ্গ বাংলার অংশ। যারা উত্তরবঙ্গকে আলাদা রাজ্য করার দাবি তুলেছে, তৃণমূল তাদের বাড়া ভাতে ছাই ফেলবে।”

অর্থাৎ এই বক্তব্যের মধ্যে দিয়ে উত্তরবঙ্গ যে কোনোভাবেই ভাগ করতে দেওয়া হবে না, তা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!