এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গ নিয়ে প্রত্যাশা পূরণ অভিষেকের, কি বললেন! জেনে নিন!

উত্তরবঙ্গ নিয়ে প্রত্যাশা পূরণ অভিষেকের, কি বললেন! জেনে নিন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- একুশে জুলাই নিয়ে দলের প্রস্তুতি বৈঠকে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছিল, উত্তরবঙ্গ থেকে রেকর্ড মানুষ আনতে হবে। ইতিমধ্যেই দু’বছর পর তৃণমূলের শহীদ সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক উচ্ছ্বাস চোখে পড়েছে। উত্তরবঙ্গ থেকে একের পর এক তৃণমূলের কর্মী সমর্থকদের ভিড় উপড়ে পড়েছে গীতাঞ্জলি স্টেডিয়াম থেকে শুরু করে সেন্ট্রাল পার্ক চত্বরে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ নিয়ে তিনি যে আশা করেছিলেন, সেই রেকর্ড ছাপিয়ে গিয়েছে বলে দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন ধর্মতলায় শহীদ সমাবেশের প্রস্তুতি খতিয়ে দেখার পর সাংবাদিকদের মুখোমুখি হন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যেখানে তিনি বলেন, “উত্তরের জেলা থেকে বেশি লোক চেয়েছিলাম‌‌। ব্রিগেড হলে ভালো হত। আমরা ভেবেছিলাম, 45 থেকে 50 হাজার লোক হবে। ইতিমধ্যেই 80 হাজার লোক পৌঁছে গিয়েছে। উত্তরবঙ্গ থেকে 1 লক্ষ লোক আসবে।”

অর্থাৎ উত্তরবঙ্গ নিয়ে তিনি যে আশা করেছিলেন, সেই আশা যে যথেষ্ট পূরণ হয়েছে, তা স্পষ্ট করে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!