এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গ সফরে মুখমন্ত্রী, কোন্দল মিটবে কি তাকিয়ে নেতা কর্মীরা

উত্তরবঙ্গ সফরে মুখমন্ত্রী, কোন্দল মিটবে কি তাকিয়ে নেতা কর্মীরা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশেষ নজর দিয়েছেন উত্তরবঙ্গের দিকে। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে কার্যত কর্তৃত্ব হারায় তৃণমূল। সে জায়গায় উত্তরবঙ্গের মাটিতে ঝান্ডা গাড়ে গেরুয়া শিবির। এই পরিস্থিতিতে বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ ফিরে পেতে মরিয়া তৃণমূল শিবির। আর তাই এবার তৃণমূল নেত্রী উত্তরবঙ্গের সংগঠনের ফাঁকফোকর সারাতে সোজা হাজির হয়েছেন নিজেই। প্রসঙ্গত, রাজ্যজুড়ে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব আরও প্রবল আকার ধারণ করেছে। সেক্ষেত্রে উত্তরবঙ্গে গোষ্ঠীদ্বন্দ্বের কারণে ইতিমধ্যেই কোচবিহার দক্ষিণ তৃণমূল বিধায়ক দল ছেড়েছেন।

আর এবার পরিস্থিতি সামাল দিতে তিনদিনের সফরে উত্তরবঙ্গে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে বাগডোগরা হয়ে প্রথমেই তিনি জলপাইগুড়িতে পা দিয়েছেন। আগামী 4 দিন তিনি জলপাইগুড়ি এবং কোচবিহার জেলার একাধিক রাজনৈতিক ও সরকারি কর্মসূচিতে তিনি যোগ দেবেন বলে জানা গিয়েছে। উত্তরবঙ্গের লোকসভা ভোটে একটিও আসন পায়নি তৃণমূল। খুব স্বাভাবিকভাবেই বিধানসভা নির্বাচন অনুযায়ী ফল যে খুবই খারাপ সে ব্যাপারে নিঃসন্দেহ বিশেষজ্ঞরা। তার ওপরে দলের গোষ্ঠীদ্বন্দ্ব রীতিমতো চিন্তা বাড়িয়েছে তৃণমূল নেত্রীর। এই অবস্থায় উত্তরবঙ্গের জায়গায় জায়গায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খোঁজ পাওয়া যাচ্ছে।

এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গ সফরে যাওয়া রাজনৈতিক পরিপ্রেক্ষিতে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। সোমবার বাগডোগরা থেকে হেলিকপ্টারে জলপাইগুড়ি পুলিশ লাইনের মাঠে মুখ্যমন্ত্রী নামেন। সেখানেই তাঁকে স্বাগত জানাতে হাজির হন পুলিশ প্রশাসনের আধিকারিকরা। এ ছাড়াও বহু সাধারণ মানুষকেও দেখা যায়। সেখান থেকে মুখ্যমন্ত্রী যান জলপাইগুড়ির কিং সাহেবের ঘাটের সেচ দপ্তরের বাংলোয়। সেখানেই রাতে তিনি থাকবেন বলে জানা গিয়েছে। মঙ্গলবার জলপাইগুড়ি কলেজ পাড়ার এবিপিসি মাঠে রাজনৈতিক জনসভা করবেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই জনসভায় জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার দুই জেলার নেতাকর্মীদের উপস্থিত থাকার কথা বলে জানা গেছে। এরপর বুধবার দুপুরে কোচবিহার রাসমেলা ময়দানে একটি কর্মী সভায় যোগ দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রীর সফরসূচি দেখলেই বোঝা যাচ্ছে, তিনি এক জেলা থেকে অন্য জেলায় রীতিমত ছুটে বেড়াবেন আগামী চার দিন। রাজনৈতিক মহলের একাংশের মতে, তৃণমূল নেত্রীর মূল লক্ষ্য উত্তরবঙ্গের সাংগঠনিক জোর বৃদ্ধি করা।

তবে বিশেষজ্ঞদের মতে, তৃণমূল শিবিরের গোষ্ঠীদ্বন্দ বা অর্ন্তকলহ এই মুহূর্তে গলার কাঁটা হয়ে দাঁড়িয়েছে শাসক দলের। সেক্ষেত্রে মনে করা হচ্ছে, তৃণমূল নেত্রী যদি এখনও দলকে কড়া হাতে সামাল দিতে না পারেন, তাহলে কিন্তু একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল গড়ে লাগতে পারে ব্যাপক ধাক্কা। আপাতত উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দলের গোষ্ঠীকোন্দল মেটাতে পারেন কিনা, সেদিকে কড়া নজর রাখবে ওয়াকিবহাল মহল ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!