এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে অমিত শাহ, কলকাতায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! জোর চাঞ্চল্য!

উত্তরবঙ্গে অমিত শাহ, কলকাতায় বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার! জোর চাঞ্চল্য!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- বৃহস্পতিবার রাজ্যে পা রেখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। উত্তরবঙ্গে একটি দলীয় সভা করেছেন তিনি। একাধিক প্রশাসনিক কর্মসূচিতে যোগ দিয়েছেন। আর উত্তরবঙ্গের দলীয় সভা থেকে বাংলায় যে অরাজকতা চলছে, তা নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আর এই পরিস্থিতিতে তিনি যখন উত্তরবঙ্গে রয়েছেন, ঠিক তখনই দক্ষিণবঙ্গের কাশীপুরে বিজেপি যুব নেতার ঝুলন্ত দেহ উদ্ধার হল। যে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে রাজ্যজুড়ে।

সূত্রের খবর, এদিন কাশীপুরের রেলের একটি কোয়ার্টারের ঘর থেকে বিজেপি যুব নেতা অর্জুন চৌরাসিয়ার দেহ উদ্ধার হয়। হঠাৎ এই মৃত্যুর কারণ কি, তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে চাঞ্চল্য। বিজেপির দাবি, মৃত ব্যক্তি বিজেপির বলিষ্ঠ কর্মী ছিল। গতকাল থেকে তাকে পাওয়া যাচ্ছিল না। এর পেছনে গভীর চক্রান্ত রয়েছে। বিশেষজ্ঞদের মতে, অমিত শাহ যখন রাজ্যে আছেন, তখন এই ঘটনা রাজ্যের বিরুদ্ধে বড় অস্ত্র তুলে দিল বিজেপির হাতে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!