এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে বিজেপি কত আসন পাবে, জানিয়ে দিলেন হেভিওয়েট নেতা!

উত্তরবঙ্গে বিজেপি কত আসন পাবে, জানিয়ে দিলেন হেভিওয়েট নেতা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গের আটটি লোকসভা কেন্দ্রের মধ্যে সাতটি আসনে ফুটে গিয়েছিল ঘাসফুল। তৃণমূল বহু চেষ্টা করেও উত্তরবঙ্গ থেকে একটি আসন নিজেদের দখলে আনতে পারেনি। যেখানে বিজেপির সাতটি আসন দখল করলে বাকি একটি আসন চলে গিয়েছিল কংগ্রেসের ঝুলিতে। যার ফলে কার্যত চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল তৃণমূল কংগ্রেস।

কিন্তু সামনেই বিধানসভা নির্বাচন। তাই একদিকে তৃণমূলের কাছে যেমন চ্যালেঞ্জ নিজেদের হৃতগৌরব পুনরুদ্ধার করা, ঠিক তেমনই বিজেপির কাছে চ্যালেঞ্জ এই উত্তরবঙ্গ থেকে গত লোকসভা নির্বাচনের মতই বিপুল আসন নিজেদের দখলে রাখা। আর এই পরিস্থিতিতে তৃণমূল যখন নানা পরিকল্পনা করে মানুষের সঙ্গে যোগাযোগ করতে শুরু করেছে, ঠিক তখনই উত্তরবঙ্গ থেকে বিজেপি কত আসন পাবে, তা পরিষ্কার করে দিলেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়।

সূত্রের খবর, এদিন দক্ষিণ দিনাজপুরে বিজেপির কার্যালয়ে একটি সভায় যোগ দেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক। আর সেখানেই আগামী বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গ থেকে কত আসন দখল করবে, তার ব্যাপারে নিজের মতামত প্রদান করেন তিনি। কৈলাস বিজয়বর্গীয় বলেন, “উত্তরবঙ্গের 54 টি বিধানসভার মধ্যে অধিকাংশ আসনেই বিজেপি জয়লাভ করবে।” পাশাপাশি আগামী বিধানসভা নির্বাচনে বিজেপির সরকার প্রতিষ্ঠিত হবে বলেও দাবি করতে দেখা যায় তাকে। একাংশ বলছেন, কিছুদিন আগেই উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় তৃণমূল কংগ্রেসে ব্যাপক ভাঙ্গন ধরেছিল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলার বিভিন্ন তৃণমূল নেতারা যোগ দিয়েছিলেন ভারতীয় জনতা পার্টিতে। আর ভবিষ্যতে এরকম আরও অনেক নেতাই গেরুয়া শিবির পাবেন বলে মনে করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের 54 টি বিধানসভা আসনের মধ্যে অধিকাংশ আসনেই বিজেপি জয়লাভ করবে বলে দাবি করলেন কৈলাস বিজয়বর্গীয়।

পর্যবেক্ষকদের মতে, গত লোকসভা নির্বাচনে বিজেপি সাতটি আসন দখল করেছিল, এটা অত্যন্ত বাস্তব। কিন্তু যদি আগামী বিধানসভা নির্বাচনে তারা ভালো ফল করতে না পারে, তাহলে লাভের লাভ কিছুই হবে না। কেননা তাদের কাছে এখন প্রধান টার্গেট বাংলার ক্ষমতা দখল করা। সেদিক থেকে উত্তরবঙ্গের বিপুল আসন দখল করলে যে তারা অনেকটা স্বস্তিতে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের সংগঠনকে জোরদার করতে এসে দক্ষিণ দিনাজপুরের জেলা কার্যালয় থেকে সিংহভাগ আসনেই বিজেপি জয়লাভ করবে বলে দাবি করলেন দলের এই হেভিওয়েট নেতা। তবে কৈলাস বিজয়বর্গীয় এই কথা বলে শুধুমাত্র দলের নেতাকর্মীদের উজ্জীবিত করলেন, নাকি বাস্তবেও বিজেপি নেতার এই কথা ফলপ্রসূ হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!