এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙ্গন! শক্তি বৃদ্ধি তৃণমূলের, জেনে নিন!

উত্তরবঙ্গে বিজেপিতে বড়সড় ভাঙ্গন! শক্তি বৃদ্ধি তৃণমূলের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  2021 এ বিজেপির লক্ষ্য ছিল, বাংলার ক্ষমতা দখল করা। সেই লক্ষ্য নিয়ে অনেকটাই এগিয়ে গিয়েছিল ভারতীয় জনতা পার্টি। কিন্তু শেষ পর্যন্ত তারা সেই লক্ষ্যভেদ করতে পারেনি। আর তারপরেই নীচুতলা থেকে শুরু করে ওপরতলার বিজেপির অনেক হেভিওয়েট নেতা-নেত্রী বেসুরো হতে শুরু করেন। এমনকি অনেকে দল পরিবর্তনের মতো সিদ্ধান্তও নিয়েছেন। ইতিমধ্যেই অনেকে দলত্যাগ করে যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে। আর এবার যে উত্তরবঙ্গে সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে কিছুটা হলেও ভালো ফল করেছে ভারতীয় জনতা পার্টি, সেই উত্তরবঙ্গেও যথেষ্ট ব্যাকফুটে পড়ে গেল গেরুয়া শিবির।

যেখানে বাম, কংগ্রেস এবং বিজেপি জোটের দখলে থাকা পঞ্চায়েত চলে গেল তৃণমূল কংগ্রেসের হাতে। মূলত, এদিন উত্তর দিনাজপুরের রায়গঞ্জ ব্লকের বড়ুয়া গ্রাম পঞ্চায়েতের সদস্যরা দলবদল করেন। যেখানে তারা যোগ দেন ঘাসফুল শিবিরে। আর তারপরেই এই পঞ্চায়েতে তৃণমূল নিজেদের সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বলে আনন্দে ফেটে পড়েন শাসক দলের কর্মী সমর্থকরা। প্রসঙ্গত উল্লেখ্য, 2018 সালের পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে জয়লাভ করেছিল ভারতীয় জনতা পার্টি। যেখানে বিজেপি 11, তৃণমূল কংগ্রেস 12 এবং বাম কংগ্রেস জোট 4 টি আসন পেয়েছিল। পরবর্তীতে বিজেপি এবং বাম-কংগ্রেস মিলে এই পঞ্চায়েতের দখল নেয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু এবার বিধানসভা নির্বাচনে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসতেই এই পঞ্চায়েতে এলো বড়সড় বদল। যেখানে বিজেপির তিনজন এবং বাম-কংগ্রেস জোটের চারজন পঞ্চায়েত সদস্য তৃণমূলের পক্ষে ভোট দিয়ে অনাস্থা পাস করার সিদ্ধান্ত নেন। যার ফলে তৃণমূলের সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়ে 19 জন হয়ে যাওয়াতে ঘাসফুল শিবির এখন অনেকটাই উজ্জীবিত। এদিকে এদিন তৃণমূল কংগ্রেসে যোগ দিয়ে বিজেপির পঞ্চায়েত সদস্যরা বিস্ফোরক অভিযোগ তুলেছেন। যেখানে তাদের দাবি যে, বিজেপিতে থেকে কোনোভাবেই কাজ করা যাচ্ছে না। আর সেই কারণেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বর্তমান পরিস্থিতিতে দলবদল অত্যন্ত স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। নির্বাচনের আগে তৃণমূল ছেড়ে অনেকেই বিজেপিতে যোগদান করেছিলেন। কিন্তু এখন তারা আবার ঘাসফুল শিবিরে ফিরতে চেয়ে তৃণমূলের জেলা নেতৃত্ব থেকে শুরু করে শীর্ষ নেতৃত্বের কাছে আবেদন করছেন‌। আর এই পরিস্থিতিতে উত্তর দিনাজপুরের এই পঞ্চায়েতে বিরোধীদের হাত থেকে ক্ষমতা কেড়ে নিয়ে সেখানে নিজেদের দাপট দেখিয়ে দিল ঘাসফুল শিবির। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!