এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে এসে মমতাকে কড়া আক্রমণ কৈলাসের, জেনে নিন!

উত্তরবঙ্গে এসে মমতাকে কড়া আক্রমণ কৈলাসের, জেনে নিন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে অভূতপূর্ব ফলাফল করে ভারতীয় জনতা পার্টি। আটটি আসনের মধ্যে সাতটি আসুন নিজেদের দখলে রাখে তারা। সামনেই বিধানসভা নির্বাচন। তাই এই নির্বাচনের আগে এবার কেন্দ্রীয় নেতারা বারেবারেই বঙ্গ সফর করতে শুরু করেছেন। আর উত্তরবঙ্গে যাতে লোকসভার মত আগামী বিধানসভাতেও ভালো ফল হয়, তার জন্য চেষ্টার কোনো কমতি রাখছেন না বিজেপি নেতারা।

আর এমত পরিস্থিতিতে রবিবার দক্ষিণ দিনাজপুরে আসেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যেখানে তার সাথে এই সফরে উপস্থিত ছিলেন রাজ্য বিজেপি নেতা সায়ন্তন বসু। আর সেই দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির কার্যালয়ে একটি সভা থেকে বক্তব্য রাখতে উঠে রীতিমত মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া ভাষায় আক্রমণ করেন পশ্চিমবঙ্গের বিজেপি পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয়।

সূত্রের খবর, এদিন বিজেপির কার্যালয়ে একটি সভা থেকে রাজ্যে মহিলাদের সম্মান নেই বলে বলে মহিলা মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেন কৈলাশ বিজয়বর্গীয়। তিনি বলেন, “রাজ্যে যদি মহিলাদের সম্মান না থাকে, তাহলে রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী থাকা উচিত!”  আর এরপরই স্থানীয় সাংসদকে গুরুত্ব না দিয়ে জেলা সমাহর্তা তাকে উন্নয়নের বৈঠকে ডাকছেন না বলেও অভিযোগ করেন বিজেপির এই কেন্দ্রীয় নেতা। শুধু তাই নয়, এদিনের এই সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমত হুঁশিয়ারি দেন কৈলাস বিজয়বর্গীয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি বলেন, “মমতা ব্যানার্জি আপনার অহংকার চলবে না। এই রাজ্যের মানুষ আগামী নির্বাচনে আপনার অহংকার চূর্ণ করে ভারতীয় জনতা পার্টির সরকার বানাবে।” স্বাভাবিকভাবেই কৈলাস বিজয়বর্গীয়র এই মন্তব্যে এখন নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে রাজ্য রাজনীতিতে। যেভাবে উত্তরবঙ্গের মাটি থেকে বিধানসভা নির্বাচনের আগে রীতিমত তৃণমূল কংগ্রেস সরকার ও প্রশাসনের ব্যর্থতার কথা তুলে ধরলেন বিজেপির কেন্দ্রীয় নেতা, তাতে দলের নেতাকর্মীরা উজ্জীবিত হল বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বস্তুত, বর্তমানে দলবদল রাজনীতির অন্যতম চর্চার বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগেই শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। আর তারপর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আরও বেশি করে আক্রমণ শানাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। খুব দ্রুত তৃণমূলের অন্দরমহলে ব্যাপক ধ্বস নামবে বলে আশঙ্কা করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের মাটি থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় এসে রীতিমত তৃণমূল সরকারের বিরুদ্ধে কড়া ভাষায় আক্রমণ শোনালেন বিজেপির কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয়। যা বর্তমান সময়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!