এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের হেভিওয়েট নেতাকে গুলি, জোর চাঞ্চল্য!

উত্তরবঙ্গের হেভিওয়েট নেতাকে গুলি, জোর চাঞ্চল্য!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসতে শুরু করেছে। এবার আলিপুরদুয়ারের তৃণমূল নেতা তথা জেলা পরিষদের সভাধিপতি মনোরঞ্জন দে কে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠল দুষ্কৃতীদের বিরুদ্ধে। যার জেরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে আলিপুরদুয়ার জেলা জুড়ে।

জানা গেছে, বৃহস্পতিবার পারিবারিক কাজে এই মনোরঞ্জন দে শিলিগুড়িতে গিয়েছিলেন। বাড়ি ফেরার পথে রাত দুটোর সময় মালবাজারে তাকে লক্ষ্য করে গুলি চালানো হয়। যেখানে প্রথমেই মনোরঞ্জনবাবুর পায়ে একটি গুলি লাগে। আর তারপরই গুরুতর আহত অবস্থায় তাকে ভর্তি করা হয়েছে শিলিগুড়ির একটি বেসরকারি হাসপাতালে।

জানা যায়, এই মনোরঞ্জনবাবু আলিপুরদুয়ার জেলা পরিষদের সহকারীর সভাধিপতি। এছাড়াও আলিপুরদুয়ার 1 ব্লক সভাপতির দায়িত্বে রয়েছেন তিনি। ফলে রাজ্য রাজনীতিতে যখন দলবদলের পালা চলছে, ঠিক তখনই এই হেভিওয়েট তৃণমূল নেতাকে লক্ষ্য করে গুলি চিন্তা বাড়িয়ে দিল ঘাসফুল শিবিরের। ইতিমধ্যেই গুরুতর আহত সেই নেতাকে শুক্রবার সকালে হাসপাতালে দেখতে উপস্থিত হয়েছিলেন জেলা তৃণমূলের নেতৃত্বরা। হঠাৎ করে তৃণমূল নেতাকে গুলি করা হল কেন! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচনের সময় যত এগিয়ে আসছে, ততই এরকম ঘটনা ঘটার প্রবণতা বাড়তে শুরু করেছে। তাই অচিরেই পুলিশ প্রশাসনকে শান্তি-শৃঙ্খলা রক্ষার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করতে হবে বলে দাবি জানাচ্ছেন সকলে। তবে এই তৃণমূল নেতাকে গুলি করার ঘটনার পেছনে রাজনৈতিক কারণ, নাকি ব্যক্তিগত কারণ রয়েছে, তা অবশ্যই খতিয়ে দেখা প্রয়োজন। যদি এই ঘটনার পেছনে রাজনৈতিক কারণ থাকে, তাহলে পরিস্থিতি যে ভবিষ্যতে আরও জটিল হয়ে উঠতে পারে, সেই ব্যাপারে আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!