এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে গিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী ! সভা থেকে বড় ঘোষণা মমতার !

উত্তরবঙ্গে গিয়ে বিজেপিকে ধুয়ে দিলেন মুখ্যমন্ত্রী ! সভা থেকে বড় ঘোষণা মমতার !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি বিভিন্ন জেলায় সফর করে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।  বর্তমানে উত্তরবঙ্গে সফরে রয়েছেন মুখ্যমন্ত্রী  যেখানে আজ উত্তরবঙ্গের আলিপুরদুয়ারে একটি কর্মীসভা করেন তিনি আর এই সভা থেকেই উদ্বাস্তুদের পাশে দাঁড়াতে দেখা গেলো মমতাকে ।

এদিন কর্মীসভা থেকে উদ্বাস্তু উচ্ছেদ করা প্রসঙ্গে জানান যে কোথাও উদ্বাস্তুদের উচ্ছেদ করা হবে না , ধীরে ধীরে পাট্টা পেয়ে যাবেন। এর পরেই সভা থেকে বিজেপিকে এক হাত নিয়ে তীব্র আক্রমণ করে বলেন  ‘আলিপুরদুয়ার থেকে লোকসভা, বিধানসভা সবকিছুই জিতেছে বিজেপি। কিন্তু কী করেছে? যত লোক রেলের পাশে বসে আছে, তাদের সব উচ্ছেদ করছে। খেতে দেবার ক্ষমতা নেই, কিল মারার গোসাঁই।’

প্রসঙ্গ উল্লেখ্য যে আজ আলিপুরদুয়ার থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়  জানান ”তৃণমূল সরকার আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ ফিরে তাকাতো না, আলিপুর, জলপাইগুড়িতে বন দেখতে আসতো মাছ খেয়ে, সৌন্দর্য উপভোগ করে চলে যেত। কিন্তু কারো দৃষ্টি ছিল না জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়া, দার্জিলিং এর দিকে। আজকে মাত্র ১০ বছরের মধ্যে অনেক কাজ হয়েছে। উত্তরবঙ্গের দাবি ছিল আমি উত্তরকন্যা করে দিয়েছি। আজ উত্তরবঙ্গের লোককে দক্ষিণবঙ্গে যেতে হয় না। আমরা আলিপুরদুয়ারকে নতুন জেলা করে দিয়েছি। জলপাইগুড়িতে বেঙ্গল সাফারি করে দিয়েছি, ভোরের আলো করে দিয়েছি, দার্জিলিংয়ে লামাহাটা করে দিয়েছি, কালিম্পংকে নতুন জেলা করে দিয়েছি, জলপাইগুড়িতে মেডিকেল কলেজ করে দিয়েছি ।” সব মিলিয়ে দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে নজর সকলের ।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!