এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরকন্যা নিয়ে মমতার ঘুম উড়িয়ে দিলেন মুকুল! খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ঘিরে ধুন্ধুমার

উত্তরকন্যা নিয়ে মমতার ঘুম উড়িয়ে দিলেন মুকুল! খরচ নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবি ঘিরে ধুন্ধুমার


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  বিজেপির যুব মোর্চার নবান্ন অভিযানের দিন কলকাতায় যেমন ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তেমনি পরিস্থিতির সৃষ্টি হয়েছে শিলিগুড়িতে আজ বিজেপির যুব মোর্চার উত্তরকন্যা অভিযানকে কেন্দ্র করে। নবান্ন অভিযানের চেয়ে উত্তরকন্যা অভিযানে আরো সুপরিকল্পিত পদক্ষেপ নিয়েছে বিজেপির যুব মোর্চা। শিলিগুড়িতে চাপা উত্তেজনা বিজেপির এই অভিযানকে কেন্দ্র করে। অভিযানের শুরুতে দুদিক থেকে দুটি মিছিল নিয়ে উত্তরকন্যা ঘিরে ফেলার প্রস্তুতি নেয় বিজেপি।

 

এই মিছিলে নেতৃত্ব দেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য স্তরের নেতারা। অন্যদিকে বিজেপির উত্তরকন্যা অভিযানকে ব্যর্থ করতে পুলিশ বিশেষ ব্যবস্থা নিয়েছে। অভিযান শুরুর আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসুকে সামনে এগিয়ে যেতে বাধা দেয় পুলিশ। একারণে ফুলবাড়ী মোড়ে শোরগোল পড়ে যায়।

আজ অভিযানের শুরুতে বিজেপির কর্মী-সমর্থকেরা উত্তরকন্যার সামনে সমবেত হতে শুরু করেন। ফুলবাড়ি মোড় থেকে আসা মিছিলের নেতৃত্ব দিয়েছিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ, সায়ন্তন বসু প্রমুখরা। উত্তরকন্যার দিকে এগিয়ে আসতেই পুলিশ বাধা দেয় তাঁদের। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লাকেও বাধা দেয় পুলিশ। পুলিশের সঙ্গে বিজেপি নেতাদের বচসা বাঁধে। পরে সকলকে ছেড়ে দেয় পুলিশ। কিন্তু উত্তরকন্যার চারপাশ পুলিশ ঘিরে ফেলে। বিজেপির অভিযান আটকাতে জেলার বাইরে থেকে অতিরিক্ত পুলিশ কর্মীকে আনা হয়েছে। লোহার ব্যারিকেড, জলকামান, গার্ডওয়াল সমস্ত কিছু নিয়ে বিজেপির অভিযানকে রুখতে তৎপর হয়েছে পুলিশ। কৈলাস বিজয়বর্গীয়র নেতৃত্বে জলপাইগুড়ি থেকে আসা মিছিল পুলিশ আটকে দিলে, তা নিয়ে যথেষ্ট উত্তেজনা ছড়ায়।

তৃণমূল সরকারের সময়ে উত্তরবঙ্গের কোন কোনো উন্নয়ন হয়নি বলে, অভিযোগ করেছে বিজেপি। এজন্যই উত্তর কন্যা অভিযানের সিদ্ধান্ত নিয়েছে বিজেপির যুব মোর্চা। তৃণমূলের বিরুদ্ধে উত্তরবঙ্গের প্রতি বঞ্চনার অভিযোগ তুলেছেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়। এ প্রসঙ্গে তিনি জানান, ” উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে কত টাকা দিয়েছে রাজ্য সরকার? শ্বেতপত্র প্রকাশ করার দাবি জানাচ্ছি। ”

আপনার মতামত জানান -

বিজেপির যুব মোর্চার অভিযানে যোগ দিয়েছিলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে আশা কোচবিহার দক্ষিণের বিধায়ক মিহির গোস্বামী। তিনি অভিযোগ করেছেন যে, রাজ্য সরকার সব সময় কলকাতাকেন্দ্রিক উন্নয়ন করেছে। উত্তরবঙ্গ সবসময় বঞ্চিত। কিন্তু এবার উত্তরবঙ্গের যথাযথ উন্নয়ন চান তাঁরা। এই দাবি নিয়ে আজকের উত্তরকন্যা অভিযান। উত্তরকন্যা অভিযানে পুলিশের বাধা দান প্রসঙ্গে তিনি জানালেন যে, এই বাধা দেওয়া গণতন্ত্রকে বাধা দেওয়া। তিনি অভিযোগ করেছেন যে, বিরোধীদের দাবি পর্যন্ত শুনতে চায় না সরকার। তাই বিরোধীদের এভাবে আটকে দেয়া হচ্ছে।

প্রসঙ্গত, কলকাতা তথা দক্ষিণবঙ্গের উন্নয়ন ঘটলেও উত্তরবঙ্গ সর্বদা বঞ্চনার শিকার। এমন অভিযোগ বহুকালের। এই অভিযোগের কথা চিন্তা করেই তৃণমূল সরকারের সময়ে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ গঠন করা হয়েছিল। তবে, এখনো উত্তরবঙ্গের প্রকৃত উন্নয়ন ঘটেনি বলে বারবার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদকে রাজ্য কত অর্থ দিয়েছে? তার শ্বেতপত্র প্রকাশের দাবি তুলে রাজ্য রাজনীতিতে ঝড় তুলে দিলেন বিজেপি নেতা মুকুল রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!