এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > বিধানসভাতেও উত্তরবঙ্গে অক্ষত থাকবে গেরুয়া দুর্গ? সৌমিত্রর মাস্টারস্ট্রোকে বড়সড় জল্পনা শুরু

বিধানসভাতেও উত্তরবঙ্গে অক্ষত থাকবে গেরুয়া দুর্গ? সৌমিত্রর মাস্টারস্ট্রোকে বড়সড় জল্পনা শুরু


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2021 এর বিধানসভা নির্বাচনের হাতে আর বিশেষ সময় নেই। আর তাই এবার কোমর বেঁধে আসরে নেমেছে বাংলার রাজনৈতিক দলগুলি। তার মধ্যে গেরুয়া শিবিরের তৎপরতা চোখে পড়ছে বেশি বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ইতিমধ্যেই গেরুয়া শিবির আগামী দিনের রাজ্যের মসনদ দখলের লক্ষ্যে নিজেদের সংগঠনকে ঢেলে সাজিয়েছে বলে জানা গেছে। অন্যদিকে রাজ্যের শাসক শিবির তৃণমূল দক্ষিণবঙ্গ জুড়ে তাঁদের প্রভাব খাটাতে পারলেও উত্তরবঙ্গে কিন্তু ঘাসফুল একেবারেই দুর্বল বলে মনে করেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

2019 এর লোকসভা নির্বাচনে তা স্পষ্ট হয়ে গেছে রাজ্যের মানুষের কাছে। তৃণমূলকে সরিয়ে উত্তরবঙ্গ জেলার দখল নিতে সফল হয় গেরুয়া শিবির। বর্তমানে রাজনৈতিক প্রচারের উদ্দেশ্যে উত্তরবঙ্গ জুড়ে জোরদার প্রচার চালাচ্ছে বিজেপি বলে জানা যাচ্ছে। সেই সূত্রেই বিজেপি যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ সম্প্রতি উত্তরবঙ্গ সফর করেন এবং সেখানে ব্লক স্তর থেকে শুরু করে দলীয় সাংসদদের সঙ্গে একের পর এক বৈঠক করেন তিনি বলে জানা যায়। অন্যদিকে গেরুয়া শিবির যে উত্তরবঙ্গের সবকটি আসনে জয়ের ধারা বজায় রাখতে যথেষ্ট তৎপর তা এই মুহূর্তে স্পষ্ট।

সূত্রের খবর, সর্বভারতীয় বিজেপি সভাপতি জগতপ্রকাশ নাড্ডার সঙ্গে যুব বিজেপি সভাপতি সৌমিত্র খাঁর উপস্থিতিতে উত্তরবঙ্গের বিজেপি সাংসদদের একাধিক বৈঠক হয়েছে। এবং সেই বৈঠক থেকেই রাজ্যের শাসক দলকে কিভাবে কোণঠাসা করা যায় এবং প্রতিমুহূর্তে কিভাবে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলা যায় সেই নকশাই রূপান্তরিত হয়েছে বলে মনে করা হচ্ছে। গত শেষ সাত দিন ধরে বিজেপির যুব সংগঠনের রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ উত্তরবঙ্গ জুড়ে সংগঠনের ভিত মজবুত করতে সফর করলেন।

এবং পরিষ্কার জানিয়ে দিলেন, এই মুহূর্তে উত্তরবঙ্গের নির্বাচন হলে বিজেপি 54 টি আসনেই জয়লাভ করতে পারবে। এদিন রাজ্য যুব সভাপতি সৌমিত্র খাঁ শাসক দল ও রাজ্যের অন্যতম বিরোধী দল সিপিএমের প্রতি কটাক্ষ করে বলেন, এ রাজ্যে তৃণমূল এবং সিপিএম একই মুদ্রার এপিঠ ওপিঠ। প্রসঙ্গত একসময় উত্তরবঙ্গে বাম শিবিরের জোর কিছু কম ছিলনা। তবে এদিন সৌমিত্র খাঁ বাম সমর্থকদের কাছে গেরুয়া শিবিরেই ভোট দেওয়ার জন্য আবেদন জানিয়েছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে উত্তরবঙ্গের অন্যান্য ভাষাগোষ্ঠীর কাছেও সৌমিত্র খাঁ এদিন আবেদন রেখেছেন, দেশজুড়ে যে উন্নয়ন চলছে তাতে সামিল হবার জন্য এবং গেরুয়া শিবিরকে ভোট দিয়ে জেতানোর জন্য। অন্যদিকে সাংসদ সৌমিত্র খাঁ এদিন দাবি করেছেন, বিভিন্ন দল থেকে ইতিমধ্যে বহু কর্মী-সমর্থকরা বিজেপি শিবিরে যোগ দিয়েছেন। তাঁর দাবি, বুথ স্তরে শক্তি বৃদ্ধি করাই আসল লক্ষ্য। অন্যদিকে এদিন উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা উল্লেখ করে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন গেরুয়া যোদ্ধা সৌমিত্র খাঁ।

তাঁর কথায় উঠে আসে চা বাগানের শ্রমিক থেকে শুরু করে আমফানে ক্ষতিগ্রস্ত মানুষদের কথা। এবং এই সূত্রেই শাসকদলের দুর্নীতি নিয়ে কড়া মনোভাব দেখান তিনি। শুধু তাই নয়, 34 বছরের বাম শাসনে এবং পরবর্তী তৃণমূল শাসনে উত্তরবঙ্গের মানুষদের যে শুধুই বঞ্চনার শিকার হতে হয়েছে সে কথাও উল্লেখ করেন তিনি। এ প্রসঙ্গে তিনি উত্তরবঙ্গের আর্থিক অনুন্নয়নের বিষয়টি তুলে ধরেন বলে জানা যায়। এছাড়াও উত্তরবঙ্গের কৃষকদের দুর্দশার চিত্রটিও এদিন সামনে নিয়ে আসেন তিনি। আর এর পরেই তিনি তৃণমূলের সিন্ডিকেটের অত্যাচার নিয়ে ক্ষোভে ফেটে পড়েন।

তবে এদিন মূলত তৃণমূল প্রশাসন যে কতটা অগণতান্ত্রিক, দুর্নীতিপরায়ণ সে ছবি তুলে ধরেন রাজ্য যুব বিজেপি সভাপতি সৌমিত্র খাঁ। অন্যদিকে রাজ্য যুব সভাপতি এদিন হুঁশিয়ারি দেন, উত্তরবঙ্গের যে সমস্ত জায়গায় এবার থেকে তৃণমূল শিবির সভা করবে, তার 72 ঘণ্টার মধ্যেই সেই জায়গাতে বিজেপির যুব কর্মীরা পাল্টা সভা করবে। বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গ তৃণমূলের দুর্বল স্থান আর সেই জায়গাতেই বারংবার আঘাত করে গেরুয়া শিবির পুরোপুরি তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে। তবে উত্তরবঙ্গের তৃণমূল শিবিরের সাংগঠনিক দুর্বলতার কথা মাথায় রেখেই এবার দেখার 2021 এর বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গের মাটিতে ঘাসফুল ফোটে কিনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!