এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার মোদী ম্যাজিক না যোগী ম্যাজিক? বিতর্ক তুঙ্গে

উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে এবার মোদী ম্যাজিক না যোগী ম্যাজিক? বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলা বিধানসভা নির্বাচনে হারের ক্ষত এখনো শুকায়নি বিজেপির, তার মধ্যেই সামনে আসছে এবার উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। এই বিধানসভা নির্বাচনকে সামনে রেখে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব 2024 লোকসভা নির্বাচনের আগে যাবতীয় হিসেব-নিকেশ করে রাখতে চাইছে বলে মনে করা হচ্ছে। কিন্তু উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে গেরুয়া শিবিরের অন্তর্কলহ সবথেকে বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে বলে জানা যাচ্ছে। একদিকে যেমন উত্তরপ্রদেশের যোগী নেতৃত্বাধীন সরকারের মধ্যেই চলছে চাপানউতোর, ঠিক সেভাবেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের মধ্যেও দূরত্ব বাড়ছে বলেই শোনা যাচ্ছে।

প্রসঙ্গত মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি পছন্দের আমলাকে উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী করতে চেয়েছিলেন। কিন্তু মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিরোধিতায় তা হয়নি। এবার সেই এ কে শর্মাকে মোদির প্রতিনিধি হিসেবে উত্তরপ্রদেশ বিজেপির সহ-সভাপতি করে পাঠানো হয়েছে। পাশাপাশি তিনি উত্তরপ্রদেশ সরকারের কাজকর্ম দেখভাল করবেন বলেও জানানো হয়।

অন্যদিকে, উত্তরপ্রদেশের বিজেপির প্রবীণ নেতা স্বামীপ্রসাদ মৌর্য ইতিমধ্যেই জানিয়েছেন, বিধানসভা নির্বাচনে জয় পেলে আগামী দিনে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী কে হবেন, তা ঠিক করবেন কেন্দ্রীয় নেতৃত্ব। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলের একাংশ মনে করছেন, এই সবকটি ঘটনাকে ভালোভাবে লক্ষ্য করলেই বোঝা যাবে মূল লক্ষ্য যোগী আদিত্যনাথকে চাপে ফেলা।

অন্যদিকে যোগীর অনুগামীদের দাবি, 2017 সালের বিধানসভা নির্বাচনের থেকেও 2022 সালের বিধানসভা নির্বাচনে উত্তরপ্রদেশে ভালো ফল করবে বিজেপি। কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব এই আশ্বাসে মোটেও নিশ্চিত বোধ করছেনা। কারণ যোগী আদিত্যনাথের কালেই উত্তরপ্রদেশের ঘটে গিয়েছে হাথরাস ধর্ষণকান্ড থেকে শুরু করে করোনা মোকাবিলায় যোগী সরকারের ব্যর্থতা, একইসাথে গঙ্গায় করোনায় মৃতদেহ ভাসিয়ে দেওয়ার ঘটনা কার্যত বিজেপিকে চাপের মুখে ফেলেছে। অন্যদিকে উত্তরপ্রদেশে এই সমস্ত ঘটনাকে সামনে রেখে বিরোধী শিবির কার্যত এগিয়ে যাবে বলেই অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, উত্তরপ্রদেশে গ্রাম পঞ্চায়েত ভোটে বিজেপির যথেষ্ট খারাপ ফল যোগী আদিত্যনাথ সরকারকে ইতিমধ্যেই কাঠগড়ায় দাঁড় করিয়েছে। অন্যদিকে, উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে কোনরকম খামতি রাখতে চাইছে না গেরুয়া শিবির। তাই প্রতি মাসে কেন্দ্রীয় বিজেপি নেতারা উত্তরপ্রদেশে পা রাখবেন বলেই জানা গিয়েছে। ইতিমধ্যেই বিজেপির সাধারণ সম্পাদক বি এল সন্তোষ উত্তরপ্রদেশে গেরুয়া শিবিরের হাল ধরতে যাতায়াত শুরু করে দিয়েছেন বলে জানা যাচ্ছে।

খুব স্বাভাবিকভাবেই যোগী আদিত্যনাথের ওপর এই মুহূর্তে যে বিজেপি ভরসা রাখতে পারছেনা সে কথা স্পষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিষেষজ্ঞদের একাংশ। প্রশ্ন উঠছে, এই সমস্ত পরিস্থিতিকে কি কাজে লাগিয়ে উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনে বিরোধীরা পশ্চিমবঙ্গে  মতন গেরুয়া শিবিরকে কোণঠাসা করতে পারবে? যদিও এই উত্তর পেতে গেলে আপাতত অপেক্ষা করতেই হবে 2022 এর উত্তর প্রদেশ বিধানসভা নির্বাচন পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!