এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্য অনুমতি দিচ্ছে না আমি দিলাম, – দাবি মুখমন্ত্রীর!

উত্তরপ্রদেশ সহ অন্য রাজ্য অনুমতি দিচ্ছে না আমি দিলাম, – দাবি মুখমন্ত্রীর!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এ বছর শুরু থেকেই পুজো নিয়ে নানা অনিশ্চয়তার মধ্যে দিয়ে অবশেষে দুর্গাপুজো হবে বলে আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফেব্রুয়ারি মাসের শেষ থেকে শুরু হয়েছিল করোনার তান্ডব, যা এখনো অব্যাহত রয়েছে। রাজ্যজুড়ে মানুষের আতঙ্ক ও দুর্দশার শেষ নেই। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী পূজো সংক্রান্ত তাঁর সদর্থক চিন্তাভাবনার উল্লেখ করেছেন এদিন। সম্প্রতি উত্তরপ্রদেশ সরকারসহ দেশের অন্যান্য রাজ্যে যে কোন উৎসব মেনে চলার ক্ষেত্রে কড়া নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, দিল্লিতে কেজরিওয়াল সরকার শুধুমাত্র একটি ক্লাবকে পুজোর অনুমতি দিয়েছেন। আর এই নিয়ে এবার সরব হলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। করোনাকালের প্রথমদিকে, দেশজুড়ে সমস্ত অনুষ্ঠান-জমায়েতে কেন্দ্রীয় সরকার নিষেধাজ্ঞা জারি করেছিল। কিন্তু লকডাউন পর্বে শিথিল হওয়ার সাথে সাথে আবার সবকিছু আগের মত স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছে। তবে বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিধিবদ্ধ সতর্কীকরণের সাথেই পুজো করার নির্দেশ দিয়েছেন।

কলকাতায় ইতিমধ্যেই দুর্গাপূজার প্রস্তুতি শুরু হয়ে গেছে। অন্যদিকে চিকিৎসকদের জয়েন্ট ফোরাম ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যাযকে সতর্ক করেছেন। পুজোয় মানুষের ভিড় যদি নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে কিন্তু করোনা মহামারীর আকার ধারণ করবে আর সেদিকে নজর রেখেই মুখ্যমন্ত্রী এবার খোলামেলা মন্ডপের সাথে স্যানিটাইজেশন এবং মাস্ক ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। অন্যদিকে জানা গেছে, দিল্লিতে সি আর পার্ক কালীবাড়ি ছাড়া এবছর কোথাও দুর্গাপুজো হবেনা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এমনকি ঘট পুজোতেও নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সোমবার নবান্নে একটি সাংবাদিক বৈঠকে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপূজার প্রসঙ্গ উত্থাপন করেন এবং তিনি জানান, দিল্লি সরকার একটিমাত্র পুজোর অনুমতি দিলেও উত্তরপ্রদেশ সরকার সহ অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলি সেটিও দিচ্ছে না। রাজনৈতিক মহলে অবশ্য গুঞ্জন, মমতা ব্যানার্জি এবং অরবিন্দ কেজরিওয়াল রাজনীতির মঞ্চে যথেষ্ট সহমত হলেও রাজ্যশাসনের ক্ষেত্রে কিন্তু দুজনের ভিন্ন মত দেখা যাচ্ছে।

অন্যদিকে দুর্গা পুজোর আগেই শুধুমাত্র কেনাকাটার জন্য যেভাবে কলকাতার রাস্তায় ভিড় বেড়েছে তা নিয়ে এমনিতেই আতঙ্কিত চিকিৎসক মহল।  সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় বেশকিছু এমন ছবি সামনে এসেছে আর তা থেকেই ছড়াচ্ছে আতঙ্ক। আর তাই এবছরের দুর্গাপূজো নিয়েও শুরু হয়েছে দুশ্চিন্তা। তবে বিশেষজ্ঞদের মতে, একুশের বিধানসভা নির্বাচনের আগে করোনা পরিস্থিতিতে এ বছরের দুর্গাপুজো সুষ্ঠুভাবে পালন রাজ্যের প্রশাসনের কাছে অন্যতম চ্যালেঞ্জ হিসেবে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!