এখন পড়ছেন
হোম > জাতীয় > নরেন্দ্র মোদী এবার পৌঁছতে চলেছেন ঘরে ঘরে, প্রত্যেক পরিবারে, এলো নয়া পরিকল্পনা!

নরেন্দ্র মোদী এবার পৌঁছতে চলেছেন ঘরে ঘরে, প্রত্যেক পরিবারে, এলো নয়া পরিকল্পনা!


দেশজুড়ে ইতিমধ্যেই করোনার প্রাদুর্ভাব দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এবং সাধারণ মানুষের মনে চরম আতঙ্কের সৃষ্টি করেছে। এখনো পর্যন্ত দেশজুড়ে করোনা সংক্রমণকে আটকানোর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশে লকডাউন চলছে ঠিকই, তবে আনলক ওয়ানের প্রস্তুতিও শুরু হয়েছে। অন্যদিকে, লকডাউন চলাকালীন দেশের অর্থনৈতিক ব্যবস্থা ভেঙে পড়ার মুখে। এই অবস্থায় দেশকে কঠিন পরিস্থিতি থেকে বার করে আনতে প্রধানমন্ত্রীর উদ্যোগে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

আর তাই নিয়ে এবার উত্তরপ্রদেশের ঘরে ঘরে প্রচার চালাতে উদ্যোগী হয়েছে বিজেপি শিবির। জানা গেছে, উত্তরপ্রদেশের বিজেপি সভাপতি স্বতন্ত্র দেব সিংহ বৃহস্পতিবার ‘পরিবার যোগাযোগ অভিযান’ নামে একটি নতুন প্রচার অভিযান শুরু করছেন। যেখানে প্রধানমন্ত্রী মোদীর নিজের হাতে লেখা চিঠি থাকবে এবং দ্বিতীয় দফায় মোদি সরকারের সাফল্যের কথা জানানো হবে ঘরে ঘরে গিয়ে। অন্যদিকে মনে করা হচ্ছে, বিজেপির এই প্রচার-অভিযানের মধ্য দিয়েই সাধারণ মানুষের অনেক কাছাকাছি পৌঁছাতে পারবে রাজ্যের বিজেপি কর্মীরা।

সূত্রের খবর, বৃহস্পতিবার উত্তরপ্রদেশের মনকমেশ্বর ওয়ার্ড থেকে এই প্রচার অভিযান শুরু হয়েছে। এই প্রচারে নামতে দেখা গিয়েছে রাজ্যের বিজেপি কর্মী, বিধায়ক, সাংসদ এবং মন্ত্রীদের। একই সঙ্গে প্রতিটি পরিবারের হাতে দ্বিতীয় দফার মোদির শাসনকালের উল্লেখযোগ্য ঘটনাবলী ও খতিয়ান সম্মিলিতভাবে মোদির হাতে লেখা চিঠি হিসেবে জনগণের হাতে তুলে দেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি দেশের এমন ভয়াবহ অবস্থায় করোনা মহামারী রোধ করার জন্য মোদি সরকার কি কি ব্যবস্থা বা পরিকল্পনা গ্রহণ করেছেন সে কথা জানানো হবে সাধারণ মানুষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে প্রধানমন্ত্রী মোদী আত্মনির্ভর ভারতে যে কুড়ি লক্ষ টাকার অর্থনৈতিক প্যাকেজের পরিকল্পনা গ্রহণ করেছেন, এমনকি রাম মন্দির নির্মাণে উল্লেখযোগ্য পদক্ষেপ, কাশ্মীরের 370 ধারা বাতিল, তিন তালাক বাতিলের পেছনে যে সদর্থক দিকগুলি চিহ্নিত হয়েছে তা চিঠিতে সুন্দরভাবে ব্যাখ্যা করা হয়েছে বলে জানানো হয়েছে। তবে করোনার সংক্রমণের প্রাদুর্ভাব নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে দেশজুড়ে বিতর্ক। অনেকেরই মত, যদি প্রথম দফায় রাজ্যের কুড়িটি আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ করে দেওয়া হতো তাহলে আজকে ভারতের ছবি অন্যরকম হতো।

অন্যদিকে পরিযায়ী শ্রমিকদের নিয়েও সম্প্রতি শুরু হয়েছে বিতর্ক। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সদর্থক দিকগুলি জনসাধারণের সামনে তুলে ধরার জন্য উত্তরপ্রদেশে বিজেপি শিবিরের এই কার্যক্রম বলে মনে করা হচ্ছে। তবে বিজেপির এই পদক্ষেপের ফলে উত্তরপ্রদেশে বিজেপি শিবির কতটা সুবিধা ঘরে তুলতে পারে, সেদিকে লক্ষ্য রাখবে ওয়াকিবহাল মহল। অন্যদিকে রাজনৈতিক শিবিরের একাংশের মত, করোনা নিয়ে আক্ষরিক অর্থে চাপে পড়েছে কেন্দ্রের বিজেপি দল। আর সেদিক থেকেই উত্তরপ্রদেশের বিজেপি শিবিরের এই পরিবার অভিযান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!