এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশের ভোটের আগেই যোগী সরকারের সমালোচনায় মুখর বিজেপি নেতা, অস্বস্তি চূড়ান্ত গেরুয়া শিবিরে

উত্তরপ্রদেশের ভোটের আগেই যোগী সরকারের সমালোচনায় মুখর বিজেপি নেতা, অস্বস্তি চূড়ান্ত গেরুয়া শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী বছরের গোড়ায় শুরু হতে চলেছে উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচন। আর এই নির্বাচনকে ঘিরে এখন গেরুয়া শিবিরে চলছে ঘর গোছানোর পালা। প্রসঙ্গত, উত্তরপ্রদেশে কিন্তু বিজেপি সরকারই রয়েছে। আর মুখ্যমন্ত্রী রয়েছেন যোগী আদিত্যনাথ। কিন্তু এই যোগী আদিত্যনাথ এই মুহূর্তে গেরুয়া শিবিরের কাছে সব থেকে বড় উদ্বেগ হয়ে দাঁড়িয়েছে ভোট জেতার ক্ষেত্রে। কারণ উত্তরপ্রদেশে একের পর এক বিতর্কিত ঘটনা জনমানসে প্রভাব ফেলছে বলেই মনে করছেন গেরুয়া শিবিরের একাংশ। অন্যদিকে করোনা পরিস্থিতিতেও যোগী আদিত্যনাথের পদক্ষেপও খুব একটা আশাব্যঞ্জক নয়। আর তাই নিয়ে এবার দলেই যোগী বিরোধী কন্ঠ সোচ্চার হয়েছে উত্তরপ্রদেশের রাজনীতিতে।

সম্প্রতি বিজেপির এক নেতা যেভাবে দ্বিতীয় দফায় করোনা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে রাজ্যে, তা নিয়ে সরব হয়েছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, উত্তরপ্রদেশে করোনার দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় প্রতি গ্রামে অন্তত 10 জন মানুষের মৃত্যু হয়েছে। জানা গিয়েছে, এই বিদ্রোহী বিজেপি নেতার নাম রাম ইকবাল সিং। তিনি দলের রাজ্য বিজেপির কার্যকরী কমিটির সদস্য। উল্লেখযোগ্যভাবে যোগী বিরোধী এই নেতা যোগী সরকারের সমালোচনা করার পাশাপাশি করোনায় মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা ক্ষতিপূরণের দাবি তুলেছেন। এর আগেও দলীয় বিধায়ক যোগী  সরকারের সমালোচনা চালিয়েছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত, করোনা পরিস্থিতিতে যেভাবে উত্তরপ্রদেশে অক্সিজেনের অভাবের মৃত্যু ঘটনা এবং মৃত্যুর পর দেহ ভাসিয়ে দেওয়া বা গণহারে পুড়িয়ে দেওয়ার ঘটনা সামনে এসেছে। তা নিয়ে উত্তরপ্রদেশ সরকারের সমালোচনা হয়েছে সর্বত্র। পরিস্থিতি বেগতিক দেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কথা বলেন যোগীর সাথে।  অন্যদিকে দেখা যাচ্ছে বিগত কয়েকদিনে স্বস্তি জাগালেও গত কয়েকদিনে কিন্তু আবারও দেশে দৈনিক সংক্রমণের হার বেড়েছে। জানা গিয়েছে, আক্রান্তের সংখ্যা 50 হাজার ছাড়িয়েছে। তবে এক্ষেত্রে সুস্থতার পরিসংখ্যানও বাড়ছে বলে খবর। এই মুহূর্তে ভারতে সুস্থতার হার 96.75%। তবে করোনার তৃতীয় ঢেউয়ের ধাক্কায় দেশ বেসামাল হওয়ার আশঙ্কা প্রকাশ করছেন বিশেষজ্ঞ ও চিকিৎসকরা।

কারণ এবার আসছে ডেল্টা প্লাস ভ্যারিয়েন্ট। জানা যাচ্ছে, এই প্রজাতি মারাত্মক দ্রুত হারে ছড়িয়ে পড়তে পারে। সেক্ষেত্রে টিকা নেওয়া বাধ্যতামূলক হলেও বিশেষজ্ঞরা মনে করছেন, স্বাস্থ্যবিধি মেনে চলা অত্যন্ত জরুরী। অন্যদিকে মনে করা হচ্ছে, করোনা পরিস্থিতিতে উত্তরপ্রদেশের বেহাল দশা যত প্রকট হচ্ছে, ততোই উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনে এর প্রভাব পড়ার আশঙ্কা বাড়ছে। সেক্ষেত্রে যোগী সরকারের পৃষ্ঠপোষণকারী নেতারাই যখন মুখ খুলছেন, তা আরো বেশি অস্বস্তির কারণ হয়ে দাঁড়াচ্ছে বিজেপির কাছে। এই পরিস্থিতিতে অস্বস্তি কাটাতে গেরুয়া শিবির কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!