এখন পড়ছেন
হোম > জাতীয় > উত্তরপ্রদেশের ইতিহাস থেকে মোগলদের ধুয়েমুছে সাফ করে দিতে আরও এক বড়সড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের

উত্তরপ্রদেশের ইতিহাস থেকে মোগলদের ধুয়েমুছে সাফ করে দিতে আরও এক বড়সড় পদক্ষেপ যোগী আদিত্যনাথের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বরাবরই উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ রাজনৈতিক জগতে মুসলিমবিরোধী বলেই পরিচিত। বিভিন্ন সময়ে তাঁকে দেখা গিয়েছে মুসলিম কর্মসূচির বিরোধিতা করতে। উত্তর প্রদেশে একসময় ছিল মোগলদের রাজ্যপাট। কিন্তু সেই রাজ্যপাটকেই এবার বদলে ফেলতে চলেছে যোগী সরকার। ইতিহাসকে অগ্রাহ্য করে যোগী সরকার ইতিমধ্যেই একের পর এক সিদ্ধান্ত নিয়েছে, যার মধ্যে উত্তরপ্রদেশের একাধিক বিশিষ্ট জায়গার নাম বদল হয়ে গেছে।

আর এবার আগ্রার মোগল মিউজিয়ামের নাম বদলে ফেললেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সাম্প্রতিককালে উত্তরপ্রদেশের মোগলসরাই স্টেশন, প্রয়াগরাজ, এলাহাবাদ, লখনৌ স্টেডিয়ামের মতন ঐতিহাসিক জায়গাগুলির নাম বদলে দিয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী। আর এবার উত্তরপ্রদেশের আগ্রা মোঘল মিউজিয়ামের নাম বদলে হতে চলেছে ছত্রপতি শিবাজী মহারাজ মিউজিয়াম। জানা গিয়েছে, 2016 সালে তাজমহলের কাছে এই মিউজিয়াম এবং মিউজিয়াম এর আশেপাশের রেস্তোরাঁ, ক্যাফে, ওরিয়ান্টাল সেন্টার এবং তাজ হেরিটেজ সেন্টার প্রকল্পের সূচনা করেন উত্তরপ্রদেশের তৎকালীন মুখ্যমন্ত্রী অখিলেশ যাদব।

তাজমহল থেকে মাত্র এক কিলোমিটার দূরে হতে চলেছিল পর্যটকদের জন্য নতুন আকর্ষণ। এই মিউজিয়ামের কাজ শেষ হওয়ার কথা ছিল 2017 সালে। কিন্তু সরকারি কাজে ঢিলেমির জন্য এই প্রকল্প শেষ হতে দেরি হয় বলে জানা গেছে। এরইমধ্যে উত্তরপ্রদেশের রাজনৈতিক মঞ্চ বদল হয়। মুখ্যমন্ত্রী হিসেবে আসেন যোগী আদিত্যনাথ। এবং তিনি অখিলেশ যাদবের প্রকল্পটি শেষ করতে 20 কোটি কোটি টাকা বিনিয়োগ করেন, প্রকল্প শেষ করার কথা বলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু মিউজিয়াম তৈরীর আগেই মিউজিয়ামের নাম বদলে ফেললেন তিনি বলে জানা গেছে। সূত্রের খবর, সোমবারই এক প্রশাসনিক রিভিউ মিটিংয়ে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই নাম বদলানোর সিদ্ধান্ত জানান। প্রশাসনিক বৈঠকে তিনি মন্তব্য করেন, মোঘলরা কখনোই আদর্শ হতে পারেনা। তাই এই মিউজিয়ামের নাম ছত্রপতি শিবাজীর নামে হচ্ছে। বিশেষজ্ঞদের মতে, উত্তরপ্রদেশে ক্ষমতায় আসার পর থেকেই যোগী আদিত্যনাথ মুসলিম সংস্কৃতির সঙ্গে যুক্ত জায়গাগুলিকে ক্রমাগত নাম বদলে গৈরিকীকরণ করে চলেছেন।

সেই পথেই এবার আগ্রার মোগল মিউজিয়ামের নাম পরিবর্তন হলো বলে মনে করা হচ্ছে। অন্যদিকে রাজনৈতিক মহলের একাংশের মতে, যোগী আদিত্যনাথ আসলে ইতিহাসকে বিকৃত করে চলেছেন। মুঘল সাম্রাজ্য এখন নেই, একসময়ে ছিল। এবং ইতিহাসের অন্যতম অধ্যায় হিসেবে মোঘল সাম্রাজ্যকে ধরা হয়। উত্তর প্রদেশের বিভিন্ন জায়গার গুরুত্ব সেই কারণে কম নয়। কিন্তু উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ যেভাবে নাম বদলাতে উঠে-পড়ে লেগেছেন, তাতে সেই জায়গার ঐতিহাসিক গুরুত্ব ক্রমাগত হ্রাস পাচ্ছে বলে মনে করা হচ্ছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!