এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার! জেনে নিন

উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে কড়া আক্রমণ মমতার! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে তৃণমূল কংগ্রেসের ঝুলিতে একটি আসনও যায়নি। আটটি লোকসভা আসনের মধ্যে সাতটি দখল করেছিল ভারতীয় জনতা পার্টি এবং একটি যায় কংগ্রেসের দখলে। স্বাভাবিক ভাবেই যে উত্তরবঙ্গের মাটি থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ভোটব্যাংক অনেকটাই বাড়িয়ে নিয়েছিলেন, সেই উত্তরবঙ্গে গত লোকসভা নির্বাচনে বিজেপি এভাবে তাদের প্রভাব বৃদ্ধি করায় রীতিমত চিন্তায় পড়ে যান তৃণমূল নেত্রী। পরবর্তীতে উত্তরবঙ্গে দলের সাংগঠনিক দুর্বলতার কারন সামনে আসার পর বিভিন্ন জায়গায় সংগঠনে পরিবর্তন করার সিদ্ধান্ত নেন তিনি।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। যেখানে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ থেকে তৃনমূল কংগ্রেসকে বিপুল আসন নিজেদের দখলে রাখতে হবে। তা না হলে উত্তরবঙ্গে যদি গত লোকসভা নির্বাচনের মতো আগামী বিধানসভা নির্বাচনেও ভালো ফল করে ভারতীয় জনতা পার্টি, তাহলে তৃণমূলের কপালে যে ব্যাপক চিন্তার ভাঁজ পড়তে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না। তাই এই পরিস্থিতিতে করোনা আবহের মধ্যে উত্তরবঙ্গে প্রশাসনিক বৈঠকে এসে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন লোকসভা নির্বাচনের আগে চা বাগান খোলা নিয়ে বিজেপির প্রতিশ্রুতির কথা তুলে ধরে গেরুয়া শিবিরকে কড়া ভাষায় আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “নির্বাচনের আগে বলা হয়েছিল সব চা বাগান খোলা হবে, সবার কাজ হবে। কিন্তু হয়েছে কি সেই সব প্রতিশ্রুতি বাস্তব? হয়নি। এরকম দলগুলো আবার নির্বাচনের আগে একাধিক প্রতিশ্রুতি দেবে। কিন্তু ভোটের পর তা হবে না। এদের চিনে রাখুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে উত্তরবঙ্গ সফরের সময়কালে উত্তরপ্রদেশের ঘটনার কথা উল্লেখ করেও বিজেপিকে কাঠগড়ায় দাঁড় করান বাংলার প্রশাসনিক প্রধান। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “এই দল মানুষের কাছে ভোট চায়। কিন্তু লজ্জাও করে না। দলিত, রাজবংশী, পিছিয়ে পড়া সকলকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল। কিন্তু কি হচ্ছে দেখতেই পাচ্ছেন। দলিতদের উপর অত্যাচার করা হচ্ছে। সত্য যাতে প্রকাশ না পায়, সেই কারণে রাতে পুড়িয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তদন্ত হচ্ছে না। আমরা এই ধরনের ঘটনার মাত্র 72 ঘণ্টার মধ্যেই তদন্ত শেষ করি। কিন্তু ওরা বড় বড় মুখে কথা বলে। কাজে কিছু করে না।”

রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে করোনা আবহের মধ্যে উত্তরবঙ্গে এসে যেমন উন্নয়নের মধ্যে দিয়ে কল্পতরু হওয়ার চেষ্টা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তেমনই বিজেপিকে নানা বিষয়ে কাঠগড়ায় তুলতে দেখা গেল তাকে। অর্থাৎ লোকসভা নির্বাচনের আগে বিজেপি উত্তরবঙ্গের মাটিতে যে সমস্ত প্রতিশ্রুতি দিয়েছিল, তার একটাও পূরণ করেনি তারা বলে গেরুয়া শিবিরকে কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

অর্থাৎ উত্তরবঙ্গের মানুষের কাছে আগামী বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরে কেন্দ্রের বিজেপি সরকারের স্বৈরতন্ত্রের কথা বোঝানোর চেষ্টা করলেন তৃণমূল নেত্রী। যার প্রধান লক্ষ্য আগামী বিধানসভা নির্বাচনে উত্তরবঙ্গ থেকে ব্যাপক আসন নিজেদের ঝুলিতে তোলা বলেই দাবি রাজনৈতিক বিশেষজ্ঞদের। এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বিজেপিকে এহেন আক্রমণাত্মক মন্তব্য বঙ্গ রাজনীতিতে কি প্রভাব ফেলে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!