এখন পড়ছেন
হোম > অন্যান্য > আবহাওয়া > উত্তুরে হাওয়া ময়দানে নামতেই শীতের ব্যাটিং শুরু, নামতে শুরু করেছে তাপমাত্রা

উত্তুরে হাওয়া ময়দানে নামতেই শীতের ব্যাটিং শুরু, নামতে শুরু করেছে তাপমাত্রা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – শুরু হয়ে গেছে কনকনে ঠান্ডা হাওয়া। আবহাওয়ার পরিবর্তন কিন্তু যথেষ্ট চোখে পড়ছে। বেশ কিছুদিন যাবৎ নিম্নচাপ চলার পর গত 15 ই ডিসেম্বর থেকে দক্ষিণবঙ্গের পারদ হুরমুড়িয়ে নামতে শুরু করেছে। রবিবার থেকে উত্তুরে হাওয়ার দাপট চোখে পড়েছে। উত্তরের হাওয়ার দাপট বাড়ানোর সাথে সাথেই নামতে শুরু করেছে সর্বনিম্ন তাপমাত্রা। ইতিমধ্যেই পশ্চিমের একাধিক জেলায় তাপমাত্রা 11 ডিগ্রির নিচে নেমে গিয়েছে।

অন্যদিকে সব থেকে খারাপ অবস্থা বীরভূমে। কারণ সেখানে কিন্তু শীতের আমেজ সবথেকে বেশি লক্ষ্য করা যাচ্ছে। উত্তরের হাওয়া ব্যাপক দাপট দেখাচ্ছে। রবিবার সকাল থেকে বীরভূম জুড়ে শীতল উত্তুরে হাওয়ার দাপট বোঝা গিয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা ছিল 21.6 ডিগ্রী। মোটের উপর বীরভূম জেলায় এই মুহূর্তে জাঁকিয়ে শীত যে পড়ছে, তা বলাই বাহুল্য। শুধু বীরভূম জেলা নয়, পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায় ঠান্ডা জাঁকিয়ে পড়তে শুরু করেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এতদিন পর শীত প্রেমীরা যে যথেষ্ট খুশি হবেন তা বলাই বাহুল্য। অন্যদিকে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, আগামী কয়েকদিন কোনোরকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। মূলত আকাশ পরিষ্কার থাকবে বলেই জানা গিয়েছে। সুতরাং শীত যে চুটিয়ে ব্যাটিং করবে কয়েকদিন, সে কথা বোঝা যাচ্ছে। শুরু হয়ে গেছে হাড়কাঁপানো ঠান্ডার দিন। আপাতত এই উত্তরের হাওয়ার দাপট কতদিন থাকে সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!