এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে অপ্রীতিকর ঘটনা ও ফলাফলের কারচুপি রুখতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কমিশনের

ভবানীপুরে অপ্রীতিকর ঘটনা ও ফলাফলের কারচুপি রুখতে তাৎপর্যপূর্ণ পদক্ষেপ কমিশনের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত বৃহস্পতিবার অনুষ্ঠিত হলো ভবানীপুরের উপনির্বাচন, আগামীকাল যার ফল ঘোষণা। ফল ঘোষণার দিন ভবানীপুরে যাতে কোনো অপ্রীতিকর পরিস্থিতি না আসে, আবার ভোটের ফলাফলের বিরুদ্ধে যাতে কোনরকম কারচুপির অভিযোগ না আসে, সে বিষয়ে তৎপর নির্বাচন কমিশন। তাই নেওয়া হলো বিশেষ পদক্ষেপ।

বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামের ভোট গণনা নিয়ে বিস্ফোরক অভিযোগ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর আদালতের দ্বারস্থ হন তিনি। ভবানীপুরের ভোট নিয়ে যাতে এরকম কোনো অভিযোগ না আসে, এজন্য আগেভাগেই কঠোর ব্যবস্থা নিল নির্বাচন কমিশন। বৃহস্পতিবার ভোট মিটে যাবার পরই সমস্ত ইভিএম সাখাওয়াত মেমোরিয়াল গার্লস স্কুলের স্ট্রং রুমে রেখে দেয়া হয়েছে। ২৮৭ টি বুথের ইভিএম সিল করে এখানে আনা হয়েছে। এই স্ট্রং রুম পাহারার দায়িত্বে কেন্দ্রীয় বাহিনী রয়েছে। ২৪ জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এর প্রহরায় রয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর সঙ্গে রয়েছে কলকাতা পুলিশ। পুলিশ ও কেন্দ্র বাহিনি ঘিরে রেখেছে স্কুল। বসানো হয়েছে সিসিটিভি। স্কুল চত্বরের বাইরে হয়েছেন একজন ইন্সপেক্টর। তার অধীনে কাজ করেছেন ১৮ জন পুলিশ কর্মী। এদিকে পোস্টাল ব্যালটে গুলি রাখা হয়েছে আলিপুর সার্ভে বিল্ডিংয়ে। আগামীকাল সকালে কড়া পাহারার মধ্যে দিয়ে পোস্টাল ব্যালটে গুলিকে সাখাওয়াত মেমোরিয়াল স্কুলে আনা হবে। তার আগে বাইরের কোনো ব্যক্তিকে আলিপুর সার্ভে বিল্ডিং বা সাখাওয়াত স্কুলে কোনভাবেই প্রবেশ করতে দেওয়া হবে না।

অন্যদিকে, ভবানীপুরের স্থানে স্থানে টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ। ভবানীপুরের নিরাপত্তা বিধান, অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো, ভোটের ফলাফল নিয়ে যাতে কোনো কারচুপির অভিযোগ না আসে, সেজন্য এ ধরনের কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে। পুলিশের জনৈক আধিকারিক জানালেন যে, নিরাপত্তায় কোনরকম ফাঁক রাখা হবে না। অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, এ কারণেই বেষ্টনী করা হয়েছে। যা হলো পুলিশের দায়িত্ব।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!