এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভবানীপুরে কবে প্রার্থী ঘোষণা করবে বিজেপি? এবার স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ

ভবানীপুরে কবে প্রার্থী ঘোষণা করবে বিজেপি? এবার স্পষ্ট জানিয়ে দিলেন দিলীপ ঘোষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আগামী ৩০ সে সেপ্টেম্বর উপনির্বাচন রয়েছে ভবানীপুরে। এই ভবানীপুর থেকেই প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে ভবানীপুর থেকে এখনো পর্যন্ত প্রার্থী ঘোষণা করে নি বিজেপি। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কোন হেভিওয়েটকেই প্রার্থী হিসেবে দাঁড় করাবে বিজেপি। যাতে লড়াইটা জমে উঠতে পারে। মুখ্যমন্ত্রীকে এক ইঞ্চি জমিও না ছাড়ার হুঁশিয়ারি দিয়েছে বিজেপি। কবে ঘোষণা করা হবে বিজেপির প্রার্থী? এ বিষয় নিয়ে আজ বক্তব্য রাখলেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

ভবানীপুরের বিজেপির প্রার্থী ঘোষণা সম্পর্কে আজ বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানালেন যে, ভবানীপুরে উপনির্বাচন ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভবানীপুরের মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিজেপির কাকে প্রার্থী করা হবে? তা আগামীকাল ঘোষণা করা হবে। ভবানীপুরে প্রার্থী দেবার ক্ষেত্রে এখনো দোটানায় রয়েছে সিপিএম ও কংগ্রেস। এদিকে বিজেপির পক্ষ থেকে ভবানীপুরের সম্ভাব্য প্রার্থী হিসেবে উঠে এসেছে অনির্বাণ গঙ্গোপাধ্যায়, দীনেশ ত্রিবেদী, তথাগত রায়, রুদ্রনীল ঘোষের মতো ব্যক্তিরা। তবে এ বিষয়ে এখনো পর্যন্ত স্থির সিদ্ধান্ত নেয়া হয়নি। আগামীকাল এ বিষয়টি চূড়ান্ত করতে চলেছে বিজেপি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ জানিয়েছেন যে, নির্বাচনে হেরে গিয়েও মুখ্যমন্ত্রী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি আবার যে জিতবেন, তার নিশ্চয়তা কোথায়? কেন্দ্রীয় নির্বাচন কমিশন ভবানীপুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়েই ছাড়বেন বলে, মনে করছেন তিনি। অন্যদিকে গতকাল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারি সম্পর্কে তিনি জানালেন যে, ইডি খামছে দিয়েছে তাই রেগে গেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁকে ডেকেছে বলে রাগ হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। বাংলার ক্ষমতায় থেকে এত কথা বলে কোন লাভ হবেনা। আদালতে গিয়ে বারবার অপমানিত হচ্ছে রাজ্য সরকার। আদালতের ওপর তৃণমূলের ভরসা নেই। যে সরকার বারবার কোর্টে অপমানিত হয়, সেই সরকারের উপর থেকে ভরসা উঠে যায় সাধারণ মানুষের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!