এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভবানীপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সাংসদের গড়েই বড়সড় ভাঙ্গন, উপ নির্বাচনের আগে উজ্জীবিত তৃণমূল

ভবানীপুরের দায়িত্বপ্রাপ্ত বিজেপি সাংসদের গড়েই বড়সড় ভাঙ্গন, উপ নির্বাচনের আগে উজ্জীবিত তৃণমূল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই ক্রমশ ভাঙ্গন ঘটছে গেরুয়া শিবিরে। কিছুদিন আগেই প্রবল ভাঙ্গন দেখা দিয়েছিল ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিং এর গড় বলে পরিচিত ভাটপাড়াতে। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেছিলেন বিজেপির তিনজন বিদায়ী কাউন্সিলর। যারা হলেন সোহন প্রসাদ চৌধুরী, জ্যোতি সাউ ও গীতা যাদব। তাঁদের সঙ্গে বিজেপির বহু কর্মীও বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করেন। রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিকের তত্ত্বাবধানে চলে এই যোগদান পর্ব। এরপর আবার বড়সড় ভাঙ্গন দেখা দিল ব্যারাকপুরে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ আবার বিজেপিতে দেখা দিল বড়োসড়ো ভাঙ্গন। প্রায় ২০০০ বিজেপি কর্মীকে নিয়ে তৃণমূলে যোগদান করলেন বিজেপির দুজন দাপুটে নেতা। যারা মৃত বিজেপি নেতা মনীশ শুক্লার ঘনিষ্ঠ বলে পরিচিত ছিলেন। তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তী ও দমদম-ব্যারাকপুর জেলা তৃণমূল কমিটির সভাপতি পার্থ ভৌমিকের নেতৃত্বে চলে এই দলবদল।

এভাবে উপ নির্বাচনের পূর্বে যথেষ্ট উজ্জীবিত গেরুয়া শিবির। এদিকে উপনির্বাচনে ভবানীপুরে বিশেষ দায়িত্ব দেয়া হয়েছে ব্যারাকপুরের বিজেপি সাংসদ অর্জুন সিংকে। এবার তাঁর গড়েই বিজেপির এই ভাঙ্গন দলকে ঠেলে দিয়েছে প্রশ্নের মুখে। বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, জোর করে, ভয় দেখিয়ে তৃণমূলে যোগদান করানো হয়েছে। সন্ত্রাস চালিয়ে চলেছে এই যোগদান। তবে, তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপির সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তৃণমূলে যোগদান করেছেন বিজেপির নেতা ও কর্মীরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!