এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তাৎপর্যপূর্ণ বক্তব্য বর্ষিয়ান বিজেপি নেতার

ভবানীপুরে বিজেপির প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তাৎপর্যপূর্ণ বক্তব্য বর্ষিয়ান বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভবানীপুর থেকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে লড়াই করতে চলেছেন বিজেপি নেত্রী তথা পেশায় আইনজীবী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আইনজীবী হিসেবে তাঁর জনপ্রিয়তা বেড়েই চলেছে। সেই সঙ্গে রাজনীতিবিদ হিসেবেও ক্রমশ জনপ্রিয়তা বাড়তে শুরু করেছে তাঁর। বিশেষ করে ভোট পরবর্তী হিংসার মামলায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। মূলত তাঁর প্রচেষ্টাতেই সিবিআই তদন্ত শুরু হয়েছে ভোট পরবর্তী হিংসার মামলায়। এবার মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তাঁকে করা হলো বিজেপির প্রার্থী। এ বিষয়ে তাৎপর্যপূর্ণ বক্তব্য রাখলেন বিজেপি নেতা তথাগত রায়।

আজ দলের এই সিদ্ধান্তকে কুর্নিশ জানালেন বর্ষিয়ান বিজেপি নেতা তথা মেঘালয়ের প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়। এ প্রসঙ্গে তিনি জানান, খেলা নয়, এবার যুদ্ধ হবে। প্রচন্ড যুদ্ধ হবে। আর সেই যুদ্ধে জয়লাভ করবেন প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। আবার দলের বিরুদ্ধে বারবার তোপ দেগেছিলেন তথাগত রায়। আজ দলকে তিনি জানালেন যে, এতদিনে রাজ্য বিজেপি সঠিক সিদ্ধান্ত নিয়েছে। সঠিক প্রার্থীকেই বাছাই করেছে বিজেপি। নন্দীগ্রামে যে ফলাফল হয়েছিল, ভবানীপুরে সেই ফলাফলের পুনরাবৃত্তি ঘটবে বলে, দাবি করেছেন তথাগত রায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আজ এই বিষয়ে একটি টুইট করেছেন বর্ষিয়ান বিজেপি নেতা তথাগত রায়। টুইট করে তিনি জানিয়েছেন যে, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল ভবানীপুরে বিজেপির প্রার্থী মনোনীত হয়েছেন বলে তিনি অত্যন্ত আনন্দিত হয়েছেন। তাঁর পক্ষ থেকে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি। সঠিক প্রার্থী বাছাই করার জন্য বিজেপি নেতৃত্বকে তিনি ধন্যবাদ দিয়েছেন। অন্যদিকে, আজ গণমাধ্যমের সামনে বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল জানিয়েছেন যে, নির্বাচনের টিকিট দেওয়ার জন্য দলের কাছে তিনি অনুরোধ করেন নি। দল তাঁকে টিকিট দেবে, তা তিনি কখনো মনে করেননি। এটা দলের হাইকমান্ড সিদ্ধান্ত নিয়েছেন।

তাই তাঁদের কাছে কৃতজ্ঞ তিনি। সাধ্যমত চেষ্টা করবেন তিনি। তাঁকে প্রশ্ন করা হয়েছিল যে, এটা কি তার কাছে বড় চ্যালেঞ্জ? তিনি জানান, তার কাছে বড় চ্যালেঞ্জ নয়। কারণ ইতিমধ্যেই তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে আদালতে নিয়ে গেছেন। যেখানে ভোট পরবর্তী হিংসা নিয়ে তাঁকে ভুল প্রমাণ করে দিয়েছেন তিনি। আর এটা দ্বিতীয়বার, যখন তাকে তিনি চ্যালেঞ্জ করবেন। তিনি জানালেন, ভবানীপুরে তাঁর জন্ম হয়েছে। ভবানীপুরের সমস্ত রাস্তা তিনি চেনেন। তিনি জানালেন, তিনি গণতন্ত্রের জন্য রুখে দাঁড়িয়েছিলেন। মানবতার বেঁচে থাকা প্রয়োজন। তাই তিনি মানুষের লড়াইতে পাশে দাঁড়িয়েছিলেন। হারুন বা জিতুন, সবসময় মানুষের জন্য তিনি সোচ্চার হবেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!