এখন পড়ছেন
হোম > Uncategorized > ভবানীপুরে ভোট মিটতেই কি হতে চলেছে ভোট-পরবর্তী হিংসা? বিজেপি প্রার্থীর বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা

ভবানীপুরে ভোট মিটতেই কি হতে চলেছে ভোট-পরবর্তী হিংসা? বিজেপি প্রার্থীর বিশেষ পদক্ষেপে বাড়ছে জল্পনা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের দিন থেকেই রাজ্যের স্থানে স্থানে ভোট পরবর্তী হিংসার অভিযোগ উঠেছে। তৃণমূলের পক্ষ থেকে এই সমস্ত অভিযোগ অস্বীকার করা হলেও এর বিরুদ্ধে আদালতে করা হয় জনস্বার্থ মামলা। ভোট পরবর্তী হিংসার মামলায় আদালতে বড়সড় ভূমিকা গ্রহণ করেছিলেন ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। ভবানীপুরে ফল প্রকাশ হতেই আবার ভোট পরবর্তী হিংসার আশঙ্কা করছেন তিনি। এ কারণে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন তিনি। এরফলে আশংকা আশঙ্কা বাড়তে শুরু করেছে রাজ্যের রাজনৈতিক মহলে।

ভবানীপুরে ভোটের ফল প্রকাশ হতেই সেখানে দেখা দিতে পারে ভোট-পরবর্তী হিংসা, এমনই বড়োসড়ো আশঙ্কা প্রকাশ করেছেন বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, তৃণমূল জিতলেও হিংসা করে, হারলেও হিংসা করে। অতীতে তাঁরা সেটাই দেখেছেন। ভবানীপুরে এরকম ঘটবে বলে, আশঙ্কা করছেন তিনি। এই কারণেই তিনি চিঠি দিয়েছেন হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি, রাজ্যপাল জগদীপ ধনকর, এছাড়া কলকাতার পুলিশ কমিশনার ও ভবানীপুর থানার সকল ওসিদের কাছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আশঙ্কা করেছেন, ভোট মিটে গেলেই ভবানীপুরে বিজেপির নেতা কর্মীদের ওপর ধেয়ে আসতে পারে আক্রমণ। এ কারণেই এই পদক্ষেপ নিয়েছেন তিনি। চিঠিতে তিনি জানিয়েছেন যে, গত বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই অভূতপূর্ব হিংসার সাক্ষী থেকেছে রাজ্য। অহিংসার স্থল বাংলার খারাপ ছবি ছড়িয়ে পড়েছে সারা বিশ্বে। তিনি অভিযোগ করেছেন, এমন ঘৃণ্য অপরাধের ঘটনা এখনও ঘটে চলেছে। এ কারণে ভবানীপুরের উপ নির্বাচনের প্রার্থী হিসাবে প্রশাসনকে আগেভাগেই সতর্ক পদক্ষেপ নেবার আর্জি জানিয়েছেন তিনি।

তবে, প্রিয়াঙ্কা টিব্রেওয়ালের এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল তৃণমূল। এপ্রসঙ্গে রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম জানালেন যে, ভোট-পরবর্তী হিংসা কেন হবে ভবানীপুরে? বিজেপি বলে কিছু নেই এখানে। তৃণমূল নেত্রী জিতলে তাঁরা উৎসবে মাতবেন, আবির খেলবেন। তিনি অভিযোগ করেছেন, গোটা দেশে বিজেপি একই রকম প্রচার চালাচ্ছে বাংলা ও তৃণমূলকে বদনাম করতে। কোথাও ভোট পরবর্তী হিংসা হবে না। ভবানীপুরে বিজেপি তো নেই, তাহলে হিংসা হবে কি করে?

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!