এখন পড়ছেন
হোম > জাতীয় > ভ্যাকসিন কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে তীব্রভাবে সরব কেন্দ্রীয় বিজেপি নেতা, ক্রমশ কি অস্বস্তি বাড়ছে সরকারের

ভ্যাকসিন কাণ্ডে রাজ্যের বিরুদ্ধে তীব্রভাবে সরব কেন্দ্রীয় বিজেপি নেতা, ক্রমশ কি অস্বস্তি বাড়ছে সরকারের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তৃতীয়বারের জন্য তৃণমূল সরকার গঠনের পর ভ্যাকসিন কাণ্ড নিয়ে উদ্বেগ বেড়েছে রাজ্যের শাসক দল তৃণমূলের। ভ্যাকসিন কাণ্ডে অভিযুক্ত দেবাঞ্জন দেবের সঙ্গে একাধিক হেভিওয়েট নেতা-মন্ত্রীর ছবি প্রকাশ্যে আসার পর দলের অস্বস্তি তীব্র হয়েছে। আর এই পরিস্থিতিতে অভিযোগ উঠেছে যে, বালিগঞ্জের কোল্ড চেইন থেকে কয়েক হাজার ডোজ ভ্যাকসিন সরিয়ে দেয়া হয়েছে। এক সপ্তাহ পর কলকাতা পুরসভার পক্ষ থেকে স্বাস্থ্য ভবনকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়। এরপর বিষয়টি স্বাস্থ্য ভবনের নজরে আসে। কিন্তু স্বাস্থ্য ভবনকে না জানিয়ে কিভাবে এই বিপুল পরিমান ভ্যাকসিন সরিয়ে নেওয়া হয়েছে? তা নিয়ে প্রশ্ন করতে শুরু করেছেন অনেকেই।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

স্বাস্থ্যভবনকে সম্পূর্ণ অজ্ঞাত রেখে কোল্ড চেইন থেকে ৬০০০০ ডোজ ভ্যাকসিন কিভাবে সরানো সম্ভব? তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলতে শুরু করেছেন। প্রশাসনের নিস্ক্রিয়তা নিয়েও অভিযোগ করেছেন অনেকে। এই পরিস্থিতিতে রাজ্য প্রশাসনকে তীব্রভাবে দোষারোপ করে টুইট করলেন বিজেপির আইটি সেলের সর্বভারতীয় সভাপতি অমিত মালব্য। টুইট করে তিনি জানিয়েছেন যে, করোনার ভ্যাকসিনের ৬০০০০ ডোজ বালিগঞ্জের কোল্ড চেইন থেকে সরিয়ে নেয়া হয়েছে। যেগুলি পরে ভবানীপুর বিধানসভার চেতলায় মেয়রের হেলথ ক্লিনিকে পাওয়া গেছে। স্বাস্থ্য আধিকারিকেরা এ বিষয় সম্পর্কে জানতেন।

আবার, এর সঙ্গেই তিনি লিখেছেন যে, নন্দীগ্রাম থেকে পরাজিত হবার পর ভবানীপুর থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রসঙ্গত, ভুয়ো ভ্যাকসিন কান্ডের মাঝেই বালিগঞ্জের কোল্ড চেইন থেকে ভ্যাকসিন সরিয়ে নেওয়ার অভিযোগ, সরকারের অস্বস্তি বহুগুনে বাড়িয়ে দিয়েছে। এদিকে সম্প্রতি রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সরকারি বা বেসরকারি যেভাবেই চালানো হোক না কেন? সমস্ত টিকা কেন্দ্রগুলিকে প্রশাসনের অনুমোদন নিতে হবে। সমস্ত টিকাকেন্দ্রে সিভিসি নম্বর থাকা বাধ্যতামূলক ও কোউইন ব্যবহার করতে হবে। যে ভ্যাকসিন মানুষকে দেয়া হবে, সেগুলোর ব্যাচ নম্বর, এক্সপায়ারি ডেট লিখে রাখতে হবে।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!