এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভ্যাক্সিনেশন নিয়ে একাধিক অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে শোকজ নোটিশ স্বাস্থ্য আধিকারিককে, বিতর্ক তুঙ্গে

ভ্যাক্সিনেশন নিয়ে একাধিক অনিয়ম ও অসঙ্গতির অভিযোগে শোকজ নোটিশ স্বাস্থ্য আধিকারিককে, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দুয়ারে ভ্যাকসিন প্রকল্পে অনিয়ম ও অসঙ্গতি থাকায় শোকজ নোটিশ দেয়া হল কলকাতা পুরসভার স্বাস্থ্য আধিকারিককে। অভিযোগ উঠেছে ভ্যাক্সিনেশন সেন্টার কোড সহ অন্যান্য বিধি মেনে এই টিকাকরণ করা হয়নি। একটি ঘরে বেশকিছু বয়স্ক ব্যক্তিদের ভ্যাকসিন দেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসক পর্যন্ত ছিলেন না বলেও অভিযোগ করা হয়েছে। আবার ভ্যাকসিন দেয়ার পর অন্তত আধঘন্টা চিকিৎসকের পর্যবেক্ষণে রাখা হয়। এক্ষেত্রে সেটাও করা হয়নি। টিকা দেবার পর চিকিৎসকেরা নজরদারি পর্যন্ত করেননি বলে অভিযোগ উঠেছে। একাধিক অভিযোগের পর স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ঈশিতা মন্ডলকে শোকজ নোটিশ করা হলো পুরসভার পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ভ্যাকসিন কান্ডতে দেবাঞ্জনকে গ্রেফতারের পর থেকে ভ্যাক্সিনেশন নিয়ে যথেষ্ট সতর্ক পদক্ষেপ ফেলতে চাইছে সরকার ও প্রশাসন। তাই দুয়ারে ভ্যাকসিন প্রকল্প নিয়েও বেশ কিছু বিধিনিষেধ জারি করা হয়েছে। সাধারণত, বৃদ্ধ ও চলাচলে অক্ষম ব্যক্তিদের জন্য দুয়ারে ভ্যাকসিন প্রকল্প আনা হয়েছে। এই প্রকল্পে অসঙ্গতির অভিযোগ এসেছে। শোকজ করে পুরসভার স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ঈশিতা মন্ডলের কাছে জানতে চাওয়া হয়েছে যে, ওয়ার্ড কোঅর্ডিনেটর অসীম বসু স্বাস্থ্যকর্মীকে নিয়ে স্বাস্থ্য দপ্তরের নির্দেশ অমান্য করে একাধিক বাড়িতে গিয়েছিলেন। কিন্তু সে কথা কেন গোপন রেখেছেন তিনি? এছাড়াও, ভবানীপুরের ৭০ নম্বর ওয়ার্ডে পরপর দুদিন বেশকিছু বাড়ি গিয়ে ১০ জনকে ভ্যাকসিন দেওয়া হয়েছিল। কিন্তু সে ক্ষেত্রে সিভিসি কোড দেওয়া হয়নি। সিভিসিকোড বা কোভিড ভ্যাক্সিনেশন সেন্টার কোড টিকাকরণের ক্ষেত্রে বাধ্যতামূলক। যা এক্ষেত্রে অমান্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়ে সম্পর্কে বক্তব্য রেখেছেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ঈশিতা মণ্ডলকে শোকজ করা হয়েছে। সরকারিভাবে ভ্যাকসিন দেয়া হচ্ছে বলে সরকারের অনুমতি নিয়েই টিকাকরণ এর আয়োজন করতে হবে। যেখানে টিকা দেয়া হবে সেই বাড়ির বাইরে সিভিসি কোড থাকা বাধ্যতামূলক। এক্ষেত্রে কোড অমান্য করা হয়েছে। এ প্রসঙ্গে তিনি আরও জানিয়েছেন যে, ভ্যাক্সিনেশনের ক্ষেত্রে ওয়ার্ড কোঅডিনেটরের ব্যক্তিগত ইচ্ছা বা উদ্যোগকে গুরুত্ব দেয়া হবে না। ভ্যাকসিনেশন নিয়ে রাজ্য সরকারের করা নির্দেশে গুলি অক্ষরে অক্ষরে পালন করতে হবে। ভ্যাকসিনের যোগান পর্যাপ্ত হলে সিভিসি কোড মেনে দুয়ারে ভ্যাকসিন কর্মসূচি পালন করা হবে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!