এখন পড়ছেন
হোম > জাতীয় > ভ্যাকসিন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর

ভ্যাকসিন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার বিস্ফোরক অভিযোগ মুখ্যমন্ত্রীর


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভ্যাকসিন বণ্টন নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ এনেছে রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, পশ্চিমবঙ্গের চেয়ে ছোট রাজ্যগুলিতে বেশি পরিমাণে ভ্যাকসিন দেয়া হয়েছে। কিন্তু পশ্চিমবঙ্গের জন্য ভ্যাকসিনের পরিমাণ বৃদ্ধি করা হচ্ছে না। যদিও বিজেপির পক্ষ থেকে জানানো হয়েছে যে, পশ্চিমবঙ্গ প্রচুর ভ্যাকসিন পাচ্ছে, বঞ্চনার অভিযোগ ভিত্তিহীন।

সম্প্রতি দেশজুড়ে চলছে ভ্যাকসিনের অভাব। উপযুক্ত ভ্যাকসিন না পেয়ে বহু ক্ষেত্রে থমকে যাচ্ছে টিকাকরণ। একাধিক রাজ্যর মতো পশ্চিমবঙ্গেও চলছে এই পরিস্থিতি। এবার বিভিন্ন রাজ্যে ভ্যাকসিনের অভাব মেটাতে চলতি মাসে দেশের বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১২ কোটি ডোজ ভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার। যার মধ্যে ১০ কোটি ডোজ কোভিশিল্ড, ২ কোটি ডোজ কোভ্যাকসিন পাঠানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে। রাজ্যগুলির মধ্যে উত্তর প্রদেশের জন্য সবচেয়ে বেশি ভ্যাকসিন পাঠানো হবে। যা হলো ১ কোটি ৯১ লক্ষ ডোজ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দ্বিতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র, সেখানে পাঠানো হবে ১ কোটি ১৫ লক্ষ ডোজ। তৃতীয় স্থানে রয়েছে বিহার, সেখানে পাঠানো হবে ৯২ লক্ষ ভ্যাকসিন। চতুর্থ স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গে পাঠানো হবে ৯০ লক্ষ ডোজ ভ্যাকসিন। ৯০ লক্ষ ডোজ ভ্যাকসিনের মধ্যে ৭৫ লক্ষ থাকবে কোভিশিল্ড, ১৫ লক্ষ থাকবে কোভ্যাকসিন। মোট ভ্যাকসিনের ২২ লক্ষ ডোজ দেয়া হবে বেসরকারি হাসপাতালে। অবশিষ্ট থাকবে সরকারের কাছে।

একাধিক রাজ্যের চেয়ে পশ্চিমবঙ্গে কম পরিমান ভ্যাকসিন পাঠানো হচ্ছে বলে, অভিযোগ করেছে রাজ্য সরকার। এ প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, রাজ্য সরকারের পক্ষ থেকে ৫৯ কোটি টাকার ভ্যাকসিন কেনা হয়েছে। ৩ কোটি ভ্যাকসিন কেন্দ্রের কাছে দাবি করা হয়েছিল। কিন্তু অনেক কম ভ্যাকসিন দিয়েছে। এখনো পর্যন্ত রাজ্যের ২ কোটি ১৭ লক্ষ ব্যক্তিকে দেয়া হয়েছে টিকা। তিনি অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গের চেয়ে ছোট রাজ্যকে বেশি পরিমাণে ভ্যাকসিন দেওয়া হচ্ছে। কিন্তু, পশ্চিমবঙ্গের জন্য বরাদ্দ বাড়ানো হচ্ছে না। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ করেছেন তিনি।

তবে, তাঁর অভিযোগ সম্পূর্ণ খারিজ করে দিয়েছেন বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। এ প্রসঙ্গে তিনি জানিয়েছেন যে, পশ্চিমবঙ্গের সঙ্গে কেন্দ্রীয় সরকার সঙ্গে কোনো রকম বঞ্চনা করছে না। রাজ্য প্রচুর ভ্যাকসিন পাচ্ছে। রাজ্য সরকার ভ্যাকসিন নিয়ে মিথ্যা কথা বলছে। তিনি কেন্দ্রের কাছে অনুরোধ করেছেন আরো বেশি পরিমাণে ভ্যাকসিন পশ্চিমবঙ্গে পাঠাতে। প্রসঙ্গত, কিছুদিন ধরেই ভ্যাকসিনের তীব্র অভাব চলছে। ভ্যাকসিনের অভাবের কারণে কলকাতা পুরসভার বেশ কিছু স্বাস্থ্য কেন্দ্রে ভ্যাক্সিনেশন প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে। কিছু জায়গায় শুধুমাত্র দ্বিতীয় ডোজ দেয়া হচ্ছে। কলকাতা পুরসভার বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেটর্সের চেয়ারম্যান এ প্রসঙ্গে জানিয়েছেন যে, ভ্যাকসিনের ভাঁড়ারে যথেষ্ট টান পড়ছে। ভ্যাকসিনের অভাব নিয়ে কেন্দ্র রাজ্য সংঘাত আরও বেড়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!