এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > ভ্যাকসিন পাসপোর্ট চালুর বিষয়ে নিজের অবস্থান চূড়ান্ত করলো ভারত

ভ্যাকসিন পাসপোর্ট চালুর বিষয়ে নিজের অবস্থান চূড়ান্ত করলো ভারত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ভ্যাকসিন পাসপোর্ট চালুর বিষয়ে দৃঢ় অসম্মতির কথায় প্রকাশ করলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষ বর্ধন। জি-৭ বৈঠকে এ বিষয়ে অসম্মতি জানান তিনি। তিনি জানালেন, ভ্যাকসিন পাসপোর্ট চূড়ান্ত বৈষম্যমূলক। ভারতের মোট জনসংখ্যার মাত্র ৩ শতাংশ মানুষের সম্পূর্ণ টিকাকরণ এখনো পর্যন্ত সম্ভব হয়েছে। এই পরিস্থিতিতে ভ্যাকসিন পাসপোর্ট চালু হলে উন্নত ও ধনী দেশ গুলির কোন সমস্যা হবে না, কিন্তু উন্নয়নশীল, গরিব, পিছিয়ে পড়া দেশগুলি তীব্র সমস্যায় পড়বে।

করোনা পরিস্থিতিতে এক দেশ থেকে অন্য দেশে যাবার ছাড়পত্র হলো ভ্যাকসিন পাসপোর্ট। এই নীতি চালু হলে, কেউ দেশের বাইরে যেতে চাইলে তাকে ভ্যাকসিনের দুটি ডোজ আবশ্যিকভাবে নিতে হবে। ভ্যাকসিন সার্টিফিকেট দেখেই বোঝা যাবে যে, তিনি ভ্যাকসিনের দুটি ডোজ নিয়েছেন কিনা। করোনা পরিস্থিতি পর্যটনের উদ্দেশ্যে কিংবা শিক্ষা,স্বাস্থ্য, ব্যবসা-বাণিজ্য ও জীবিকার কারণে যারা বারবার বিদেশে যান, তাদের জন্য ভ্যাকসিন পাসপোর্ট চালু করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে বিষয়টি নিয়ে যথেষ্ট বিতর্কও তৈরি হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চলতি মাসে ব্রিটেনে জি ৭ সম্মেলন হবার সম্ভাবনা রয়েছে। তার আগে বিশ্বের বিভিন্ন দেশের স্বাস্থ্য মন্ত্রীদের নিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। এই বৈঠকে যোগ দিয়েছিলেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন, এছাড়া বৈঠকে যোগদান করেন ব্রিটেন, আমেরিকা, কানাডা, জাপান, জার্মানি, ইতালি, ফ্রান্স, ইউরোপীয় ইউনিয়নের স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য বিষয়ক একাধিক আধিকারিকেরা। গতকাল ও গত পরশু দুদিন ধরে এই বৈঠক চলে। গতকাল এই বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, ভারতে এখনো বহু মানুষের টিকাকরণ বাকি রয়েছে। মোট জনসংখ্যার মাত্র ৩% ব্যক্তির সম্পূর্ণ টিকাকরণ সম্ভব হয়েছে।

ভ্যাকসিন পাসপোর্ট ও টিকাকারণ প্রক্রিয়া শেষ করতে অনেকটা সময় প্রয়োজন। এর মধ্যে যদি ভ্যাকসিন পাসপোর্ট চালু করে দেয়া হয়, তবে বিদেশ সফর করতে গিয়ে বিপদের মুখে পড়বেন ভারতীয়রা। ধনী দেশগুলিতে টিকাকরন প্রক্রিয়া দ্রুততর চলছে, সেসব দেশে অনেক মানুষ দুটি করে ডোজ নিয়েছেন। কিন্তু ভারতের জনসংখ্যার কথা মাথায় রাখা প্রয়োজন। তিনি জানালেন, ভ্যাকসিন পাসপোর্ট বাধ্যতামূলক করা হলে গরীব ও পিছিয়ে পড়া দেশগুলি যথেষ্ট সমস্যায় পড়বে। কারণ, দেশে এখনও টিকাকরণ সম্পূর্ণ হয়নি। গোটা দেশকে দুটি করে ভ্যাকসিন দিতে অনেকটা সময় প্রয়োজন। তাই এই পরিস্থিতিতে ভ্যাকসিন পাসপোর্ট চালু হলে ভারতীয়রা চরম বিপদে পড়বেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!