এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ভ্যাকসিন সহ একাধিক ইস্যুতে প্রবল বিক্ষোভ বিজেপির, তৃণমূলকে বিস্ফোরক হুঁশিয়ারি বিজেপি নেতার

ভ্যাকসিন সহ একাধিক ইস্যুতে প্রবল বিক্ষোভ বিজেপির, তৃণমূলকে বিস্ফোরক হুঁশিয়ারি বিজেপি নেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল ভ্যাকসিন সহ একাধিক ইস্যু নিয়ে আসানসোল পুর নিগমের সামনে প্রবল বিক্ষোভ দেখালেন বিজেপির নেতা কর্মীরা। উপস্থিত ছিলেন আসানসোল পুর নিগমের প্রাক্তন মেয়র তথা দাপুটে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল উত্তরের বিধায়ক তথা বিজেপির মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী অগ্নিমিত্রা পাল সহ একাধিক নেতৃত্ব। দলের বেশকিছু কর্মী-সমর্থকও বিক্ষোভে যোগদান করেন। যেখান থেকে তৃণমূলকে প্রবল হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।

গতকাল আসানসোল পুর নিগমের সামনে বিক্ষোভ দেখাবার পর পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন বিজেপির নেতা, নেত্রীরা। একাধিক অভিযোগের কথা জানান তাঁরা পুর প্রশাসককে। অগ্নিমিত্রা পাল জানান যে, পুর প্রশাসক সমস্ত সমস্যার সমাধানের আশ্বাস দিয়েছেন। যদি সমস্যার সমাধান না হয়, তবে আরো বড়সড় আন্দোলনে নামবেন তাঁরা। অন্যদিকে, গতকাল তৃণমূলকে প্রবল হুঁশিয়ারি দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। তিনি জানিয়েছেন, পুরভোটের সময় যদি তৃণমূল সন্ত্রাসের চেষ্টা করে, তাহলে তাঁদের অন্যরকম টিকা দেয়া হবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি গতকাল জানিয়েছেন যে, সামনে রয়েছে পুরসভার ভোট। এই ভোটে যদি তৃণমূল সন্ত্রাস বা ভোট লুট করার কোন রকম চেষ্টা করে। তাহলে তাদের টিকা দেয়া হবে। তবে সেই টিকা করোনার টিকা নয়, সেই টিকা অন্য টিকা। এই টিকা নেওয়ার পর পায়ে হেটে বা নিজের গাড়িতে করে বাড়ি ফিরতে পারবেন না তাঁরা। অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে যেতে হবে তাঁদেরকে। জিতেন্দ্র তিওয়ারির এই বক্তব্য নিয়ে যথেষ্ট জলঘোলা হয়েছে রাজনৈতিক মহলে। তাঁর এই ধরনের হুমকি দেওয়া আদৌ সমীচীন কিনা? প্রশ্ন করেছেন অনেকে।

এ প্রসঙ্গে পুর প্রশাসক অমরনাথ চট্টোপাধ্যায় জানিয়েছেন যে, উত্তর প্রদেশ, বিহার, গুজরাটে সকলেই দেখছেন কিভাবে সন্ত্রাস চালাচ্ছে বিজেপি। সদ্য ত্রিপুরাতে তার প্রমান দেখতে পাওয়া গেছে। গুলি, বোমা নিয়ে বিজেপি যে সন্ত্রাস করবে, তা আগে থেকেই ঠিক করে রেখেছে বিজেপি। কিন্তু বিজেপি জানেনা যে, তৃণমূল মানসিক দিক থেকে কতটা শক্তিশালী? সাধারণ মানুষ তৃণমূল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছেন। কয়েক মাস আগেই তা প্রমাণ হয়ে গেছে। বিধানসভা ভোটে এই সমস্ত সন্ত্রাসবাদীরা যে কটি বিধানসভা আসন পেয়েছে, পুরসভার ভোট তার বিন্দুমাত্র আসন পাবে কিনা? সন্দেহ আছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!