এখন পড়ছেন
হোম > অন্যান্য > কেমন সূচনা হল রাজ্যে প্রথম দিনের টিককরনের? জানুন বিস্তারিত

কেমন সূচনা হল রাজ্যে প্রথম দিনের টিককরনের? জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজ থেকে শুরু হয়েছে দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সকাল সাড়ে দশটায়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া সূচনা করেছেন। দেশের সমস্ত রাজ্য এবং কেন্দ্র শাসিত অঞ্চল মিলে মোট ৩০০৬ টি ভ্যাকসিন কেন্দ্রকে ভার্চুয়ালি সংযুক্ত করা হয়, ভিডিও কনফারেন্সের মাধ্যমে। প্রত্যেক কেন্দ্রে আনুমানিক ১০০ জন করে ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আজকের এই শুভসূচনার কথা কালই জানানো হয়েছিল প্রধানমন্ত্রীর দফতর তরফে।

আজ প্রধানমন্ত্রীর কথা মত ৪ দিন ব্যাপী এই টিকাকরণ প্রক্রিয়ার প্রথম দফায় করোনা যোদ্ধাদের দিয়েই টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। সমস্ত নিয়ম মেনে টিকা দেওয়ার সঙ্গে সঙ্গে প্রত্যেককে কিছুক্ষণ পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলেও জানা গেছে। তবে আপাতত কোনো পার্শ্ব প্রতিক্রিয়ার খবর পাওয়া যায়নি এবং সবকিছু ঠিকঠাক চলছে বলেই জানিয়েছেন চিকিৎসকরা। অন্যদিকে, সফটওয়্যার সংক্রান্ত সমস্যার জন্য পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় কেন্দ্রের কো-উইন অ্যাপ ঠিক মত কাজ করছে না হলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, টিকাকরণের ক্ষেত্রে নাম নথিভুক্ত করার জন্য প্রয়োজন হয়েছে এই অ্যাপের। সেখানে জানা গেছে, সফটওয়্যারের সমস্যার কারণে রাজ্যের অনেক জায়গাতেই অ্যাপটি ব্যবহার করা যাচ্ছে না। সেক্ষেত্রে আপাতত হাতেকলমে টিকা প্রাপকদের সমস্ত তথ্য নথিভুক্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। অনেকের মতেই সারা দেশের বহু মানুষ অ্যাপটি একসঙ্গে অ্যাকসেস করার কারণেই হয়ত সফটওয়্যারটি স্লো হয়ে গেছে। তবে স্বাস্থ্য দফতরের এক শীর্ষ আধিকারিকের তরফে এই সমস্যার সমাধান খুব শীঘ্রই হবে বলেও জানান হয়েছে।

স্বাস্থ্য দফতর সূত্রে জন গেছে, টিকা প্রদান করার প্রক্রিয়ায় হাতেকলমে তথ্য জোগাড় করতে সমস্যা হবে না। কারণ আগে থেকেই তাঁদের কাছে তথ্য জমা রাখা ছিল। আর সেক্ষেত্রে আপাতত সেই তথ্য মিলিয়ে দেখেই কাজ সারছেন টিকা প্রদান কাজে নিযুক্ত ভলান্টিয়াররা। তবে প্রথম দফা টিকা প্রদান করার পর টিকা দেওয়ার দ্বিতীয় দফার আগে সেই তথ্য কো-উইন অ্যাপে আপলোড করে দেওয়া হবে বলেও জানা গেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!