এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভ্যাকসিনেশনের নয়া পদ্ধতি কলকাতা পৌরসভার! জেনে নিন সেই পদ্ধতি

ভ্যাকসিনেশনের নয়া পদ্ধতি কলকাতা পৌরসভার! জেনে নিন সেই পদ্ধতি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –   করোনা ভ্যাকসিনেশনের জন্য নতুন পদ্ধতি অবলম্বন করল কলকাতা পৌরসভা , ভ্যাকসিনেশনের জন্য কলকাতা পৌরসভার আধিকারিক জানিয়েছেন ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই নিয়মে ভ্যাকসিন দেওয়া হবে । কলকাতা পৌরসভার বিভিন্ন কেন্দ্র গুলোতে এই শুরু হয়েছে সকাল থেকেই ভ্যাক্সিনেশন দেওয়া যার জেরে লম্বা লাইন রয়েছে বেশ চোখে পড়ার মতো।  ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ এই নিয়ম অনেকের কাছে অজানা,  যদিও এই নিয়ম সম্পর্কে অনেকের বলছেন করোনা  তৃতীয় ঢেও  এর আশঙ্কা রয়েছে  ,তাই আগেভাগেই টিকাকরণের গতি যাতে আরো বাড়ানো যায় তার জন্যই এই নিয়ম বলে মনে করছে একাংশ ।  এদিন এই নিয়ম প্রসঙ্গে এক যুবক বলেন আগে এলে আগে  টিকা এই নীতিতে টিকাকরণের গতি আসবে ঝামেলাও কমবে লাইনে দাঁড়ানো নিয়ে ঝামেলা তা অনেকটাই কমবে বলে মনে করা হচ্ছে ।  আবার টিকাকরণ নিতে আসা এক বাচ্চা কোলে নিয়ে মহিলা তিনি বলেন এতে অনেকটাই সুবিধা আমরা কাল খোঁজ নিয়ে গিয়েছিলাম ঝামেলা কিছুটা হলেও কমবে ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!