এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > ভ্যাকসিন বন্ধ রাজ্যে, ফিরহাদের কটাক্ষের মুখে কেন্দ্র! জেনে নিন

ভ্যাকসিন বন্ধ রাজ্যে, ফিরহাদের কটাক্ষের মুখে কেন্দ্র! জেনে নিন


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা ভাইরাসের ভ্যাকসিন ঠিকমত না দেওয়া নিয়ে বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। এক্ষেত্রে কেন্দ্র বনাম রাজ্য সরকারের এই করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে দড়ি টানাটানি বারবার লক্ষ্য করা গিয়েছে। কিন্তু এবার সেই ভ্যাকসিনের আকাল দেখা দেওয়ার জন্য গোটা রাজ্যে বন্ধ হয়ে গিয়েছে কো-ভ্যাকসিন দেওয়ার প্রক্রিয়া। আর এই পরিস্থিতিতে গোটা বিষয়ে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন কলকাতা পৌরসভার প্রশাসক বোর্ডের প্রধান তথা রাজ্যের পরিবহনমন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে কবে বিমান করে টিকা আসবে, সেদিকেই তাকিয়ে আছেন বলে কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গেল মমতা বন্দোপাধ্যায়ের এই ঘনিষ্ঠকে।

সূত্রের খবর, এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কো-ভ্যাকসিনের আকাল নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে সরব হন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। যেখানে তিনি বলেন, “কো-ভ্যাকসিনের টিকা আমাদের হাতে নেই। মুখ্যমন্ত্রী প্রস্তাব দিয়েছিলেন, রাজ্যে টিকা তৈরির জন্য জায়গা দেওয়া হবে। কিন্তু সেই প্রস্তাব মানা হয়নি‌। তাই কখন বিমান আসবে এবং তাতে করে টিকা আসবে, সেদিকেই আমাদের তাকিয়ে থাকতে হচ্ছে।” তবে কো-ভ্যাকসিনের টিকা না থাকলেও, কোভিশিল্ডের যথেষ্ট টিকা রাজ্যের হাতে রয়েছে বলে জানিয়ে দেন তিনি। তবে এই ভ্যাকসিনের আকাল যে শুধুমাত্র কেন্দ্রীয় সরকারের জন্যই হয়েছে, সেই কথাও নিজের বক্তব্যের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছেন রাজ্যের এই হেভিওয়েট মন্ত্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর বারবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে রাজ্য সরকারকে। এক্ষেত্রে ভ্যাকসিন বরাদ্দ করা নিয়েও কেন্দ্রের বিরুদ্ধে অসহযোগিতা করার অভিযোগ তুলেছে রাজ্য। বারবার সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্র কেন বাংলার প্রতি বিমাতৃসুলভ আচরণ করছে, সেই প্রশ্ন করতে দেখা গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর এই পরিস্থিতিতে ভ্যাকসিনের বরাদ্দ না হওয়ার কারণে গোটা রাজ্যজুড়ে তার দ্বিতীয় ডোজ দেওয়ার প্রক্রিয়া বন্ধ হয়ে রয়েছে।

তাই সেই ব্যাপারে মন্তব্য করতে গিয়ে নাম না করে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রাজ্যের পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম। এক্ষেত্রে রাজ্য সরকার টিকা কেন্দ্র তৈরির জন্য জায়গা দেওয়ার প্রস্তাব দিলেও, কেন্দ্রের পক্ষ থেকে তা গ্রহণ করা হয়নি বলে ভ্যাকসিনের আকালের জন্য কেন্দ্রীয় সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে দিলেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কবে করোনা ভাইরাসের এই ভ্যাকসিন সংকট দূর হয় রাজ্যে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!