এখন পড়ছেন
হোম > জাতীয় > ভ্যাকসিন ইস্যু নিয়ে এবার দিল্লী গিয়ে সুর চড়াল রাজ্য বিজেপি সাংসদরা, বিতর্ক তুঙ্গে

ভ্যাকসিন ইস্যু নিয়ে এবার দিল্লী গিয়ে সুর চড়াল রাজ্য বিজেপি সাংসদরা, বিতর্ক তুঙ্গে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই শোনা যাচ্ছিল সাংসদ দিলীপ ঘোষ এবার দিল্লিতে কেন্দ্রীয় শিবিরের মুখোমুখি হতে চলেছেন। আর সেই অনুযায়ী এবার দিলীপ ঘোষকে দেখা গেল দিল্লি দরবারে। কার্যত দিল্লির বুকে খুব একটা দেখা যায়না দিলীপ ঘোষকে, যতটা দিল্লির বুকে যাতায়াত করতে অভ্যস্ত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিধানসভা ভোটের ফলাফল বেরোনোর আড়াই মাসের মধ্যে অন্তত তিনবার ইতিমধ্যেই দিল্লি যাতায়াত করে ফেলেছেন তিনি। অন্যদিকে শোনা যাচ্ছিল, শুভেন্দু অধিকারীর এই দিল্লি ভ্রমণ কিছুটা পেছনে ফেলে দিয়েছে দিলীপ ঘোষকে। দিলীপ ঘোষকে শুভেন্দুর দিল্লি সফর নিয়ে প্রশ্ন করা হলে তিনি কিছু জানেন না বলে এড়িয়ে গেছেন।

রাজনৈতিক মহলে প্রশ্ন উঠেছিল, তাহলে কি এবার দিলীপ ঘোষকে বাদ দিয়ে বাংলার বিষয়ে শুভেন্দুকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব? শেষ পর্যন্ত সমস্ত কৌতুহলের অবসান হলো দিল্লিতে দিলীপ ঘোষের উপস্থিতিতে। দিল্লির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডবিয়া এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের সঙ্গে দেখা করেন দিলীপ ঘোষ একাধিক সাংসদসহ। দিলীপ ঘোষের সঙ্গে এদিন কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে সাক্ষাৎ তালিকায় ছিলেন লকেট চট্টোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, স্বপন দাশগুপ্ত, রাজু বিস্ত, সৌমিত্র খাঁ, বাংলা থেকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় জায়গা পাওয়া সুভাষ সরকার, জন বার্লা প্রমুখ। এদিন দিল্লিতে স্বাস্থ্যমন্ত্রী এবং শিক্ষা মন্ত্রীর সামনে দিলীপ ঘোষ সহ অন্যান্য সাংসদরা রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন বিরোধিতার অন্যতম ইস্যু ছিল ভ্যাকসিনের ঘাটতি। রাজ্যে করোনা ভ্যাকসিন নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ। এবং দ্রুত এই পরিস্থিতির সমাধান চেয়েছেন তাঁরা। স্বাস্থ্যের পাশাপাশি রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়েও এদিন বাংলার বিজেপি সাংসদরা সরব হয়েছেন। এরপর বাংলার সাংসদরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গেও দেখা করবেন বলে শোনা যাচ্ছে। কার্যত ভ্যাকসিন নিয়ে প্রথম থেকেই কেন্দ্র এবং রাজ্যের চূড়ান্ত সংঘাত দেখা গেছে। রাজ্য সরকার একদিকে বারবার ভ্যাকসিনের অপ্রতুলতা নিয়ে কেন্দ্রীয় সরকারকে বিঁধেছে। ঠিক তেমনি কেন্দ্রের তরফ থেকে বলা হয়েছে বাংলায় পর্যাপ্ত ভ্যাকসিন দেওয়া হয়েছে।

এদিকে বঙ্গ বিজেপির দাবী, ভ্যাকসিন নিয়ে রাজনীতি করছে রাজ্য সরকার। অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, বাংলার বিরুদ্ধে ভ্যাকসিন নিয়ে বৈষম্য করা হচ্ছে কেন্দ্রের তরফ থেকে। সবমিলিয়ে করোনার ভ্যাকসিন নিয়ে রাজ্য বিজেপি কেন্দ্রের সামনে সুর চড়াল রাজ্য সরকারের বিরুদ্ধে। অন্যদিকে দিলীপ ঘোষের সঙ্গে একাধিক হেভিওয়েট সাংসদকে দেখা গেলেও কিন্তু সংসদ বাবুল সুপ্রিয়কে নজরে পড়েনি। তাই নিয়ে শুরু জল্পনা। যদিও বাবুল এখনো সাংসদ আছেন বলে নতুন মেসেজ দিয়েছেন সোশ্যাল মিডিয়ায়। আপাতত ভ্যাকসিন নিয়ে কেন্দ্র-রাজ্য চাপান-উতোরের মধ্যে দিয়ে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, সেটাই দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!